সংবিধান পরিবর্তন গণভোটে নয়: সালাহউদ্দিন
গণভোটের মাধ্যমে আইন প্রণয়ন বা সংবিধান পরিবর্তন বা সংশোধন করা যাবে না বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, সাংবিধানিক বিষয় সিদ্ধান্ত নিতে হলে অবশ্যই একটি পূর্ণাঙ্গ জাতীয় সংসদ প্রয়োজন।
শুক্রবার (১৪ নভেম্বর) শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে নারী ও শিশু অধিকার ফোরাম আয়োজিত মৌন মিছিলের পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সালাহউদ্দিন বলেন, 'রাষ্ট্রপতির সাম্প্রতিক আদেশ ও জুলাই জাতীয় সনদ নিয়ে দল হিসেবে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। জুলাই জাতীয় সনদ যেভাবে রচিত ও স্বাক্ষরিত হয়েছে, আমরা তা অক্ষরে অক্ষরে মেনে চলতে প্রস্তুত। তবে বাইরে থেকে চাপিয়ে দেওয়া কোনো প্রস্তাব জনগণই বিবেচনা করবে।'
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের প্রস্তাবকে স্বাগত জানিয়ে তিনি বলেন, 'এতে ব্যয় ও সময়, উভয়ই সাশ্রয় হবে এবং ভোটারদের অংশগ্রহণও বাড়বে। কিন্তু, গণভোট দিয়ে আইন বা সংবিধান পরিবর্তনের যে আভাস দেওয়া হচ্ছে তা গ্রহণ করা হবেনা। এসব পরিবর্তনের জন্য সংসদ গঠন অপরিহার্য। তবে, ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন আয়োজনের সিদ্ধান্তকে আমরা ইতিবাচকভাবে দেখি।'
জাতীয় সংসদের সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখার আহ্বান জানিয়ে সালাহউদ্দিন বলেন, সংসদই দেশের একমাত্র সার্বভৌম প্ল্যাটফর্ম, যার কার্যক্রম আদালতে চ্যালেঞ্জ করা যায় না। তাই ডিক্রি বা কোনো জবরদস্তিমূলক প্রস্তাবের মাধ্যমে সংসদের ওপর কর্তৃত্ব আরোপ গ্রহণযোগ্য নয় বলেও উল্লেখ করেন তিনি।
সমাবেশে সভাপতিত্ব করেন সেলিমা রহমান। এ ছাড়া বিএনপির নেত্রী সানজিদা ইসলাম তুলি, শিরীন সুলতানা, শামিমা সুলতানা দীপ্তিসহ আরও অনেকে বক্তব্য রাখেন।
সদ্য সংবাদ/এমটি



























