বগুড়ায় গ্রীন ওয়ানের নতুন ইউনিটের উদ্বোধন

বগুড়ায় জাতীয় যুব পুরস্কারপ্রাপ্ত কৃষি উদ্যোক্তা রেজওয়ানুল ইসলামের প্রতিষ্ঠান গ্রীন ওয়ানের টাইকো ডার্মা’র ৭ নম্বর ইউনিটের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকেল ৪টায় শাজাহানপুর উপজেলার সোজাবাদ এলাকায় এই ইউনিটের ফিতা কেটে উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংক বগুড়া অফিসের নির্বাহী পরিচালক সাখাওয়াত হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক পিএলসি বগুড়ার জেনারেল ম্যানেজার রশিদুল ইসলাম ও বগুড়া জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক তোসাদ্দেক হোসেন। অতিথিরা গ্রীন ওয়ান প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন এবং অর্গানিক ল্যাবরেটরি সহ সাতটি ইউনিট ঘুরে দেখেন।
প্রধান অতিথি বলেন, রেজওয়ানুল ইসলাম বগুড়ার তরুণদের জন্য এক অনুপ্রেরণার নাম। তিনি নিজ প্রচেষ্টায় দেশের একজন শীর্ষস্থানীয় আত্মকর্মসংস্থানকারী হিসেবে প্রতিষ্ঠা পেয়েছেন। তার প্রতিষ্ঠানে বর্তমানে ৫০ জনের কর্মসংস্থান হয়েছে, যা ভবিষ্যতে আরও বাড়বে। তিনি জানান, যুবকদের স্বনির্ভর করতে বাংলাদেশ ব্যাংক সহজ শর্তে ঋণ প্রদানে প্রস্তুত।
অনুষ্ঠানে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া পরিচালনা করেন সোজাবাদ জামে মসজিদের পেশ ইমাম নূর আলম।