বগুড়ায় বদলে যাচ্ছে করোতোয়ার পাড়, গড়ে উঠছে বিনোদন কেন্দ্র
বগুড়ার কেন্দ্র দিয়ে প্রবাহিত ঐতিহ্যবাহী করোতোয়া নদীপাড়ে শুরু হয়েছে ব্যাপক সৌন্দর্যবর্ধন কার্যক্রম। একসময় অবহেলিত ও দূষিত অবস্থায় থাকা এই নদী এখন রূপ নিচ্ছে নতুন এক নাগরিক বিনোদন কেন্দ্রে। নদীপাড়জুড়ে গড়ে উঠছে হাঁটার পথ, বসার স্থান, সবুজায়ন ও সৌরশক্তিনির্ভর আলোকসজ্জা যা শহরবাসীর জন্য সৃষ্টি করেছে প্রশান্তিময় এক পরিবেশ। নদীর উন্নয়ন কাজ পরিচালনা করছে পানি উন্নয়ন বোর্ড বগুড়া। জানা গেছে, ৪৭ কোটি ১৩ লাখ টাকা ব্যয়ে করোতোয়া নদীর ২৮ কিলোমিটার এবং সুবিল ও অটো খালের ২৭ কিলোমিটার পুনঃখনন সম্পন্ন হয়েছে।