বগুড়ায় ফিতা কেটে জেলা যুব পরিষদের উদ্বোধন
বগুড়ায় যাত্রা শুরু করল যুবকদের হাতে গড়া সংগঠন বগুড়া জেলা যুব পরিষদ। বগুড়া জেলা যুব পরিষদের আয়োজনে শনিবার বিকাল ৪টায় শহরের জামিল শপিং সেন্টারের তল তলায় জেলা যুব পরিষদের অফিসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বগুড়া জেলা যুব পরিষদের প্রধান উপদেষ্টা ও টেন্স এগ্রো লিমিটেডের সিইও কৃষিবিদ মেহেদী হাসান পাঠান সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির যুগ্ন পরিচালক কৃষিবিদ ড. আবদুল মজিদ প্রামাণিক। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক তোছাদ্দেক হোসেন।
অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথিরা বগুড়া জেলা যুব পরিষদের অফিস রুমের ফিতা কেটে উদ্বোধন করেন। প্রধান অতিথি বলেন, “বগুড়ার এই যুব পরিষদ সারা বাংলাদেশের ৬৪টি জেলায় তরুণ উদ্যোক্তাদের নিয়ে যুব সমাজের মধ্যে কাজ করবে। এই যুব সমাজই আগামীদিনের নতুন বাংলাদেশ গড়ে তুলবে, তাদের দক্ষ প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে। এই তরুণ উদ্যোক্তাদের হাতেই আগামী দিনের বাংলাদেশ।”
বগুড়া যুব উন্নয়নের অধিদপ্তরের উপ-পরিচালক তোছাদ্দেক হোসেন বলেন, “বগুড়ায় সাড়া জাগানোর মতো তরুণ উদ্যোক্তা রয়েছে, যারা বরাবরই নিজেকে আত্মকর্মী হিসাবে প্রতিষ্ঠিত করেছে এবং বগুড়ার মুখ উজ্জ্বল করেছে। বগুড়া যুব উন্নয়নের অধিদপ্তর বেকার যুব ও যুবতীদের নানা ধরনের প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী করে তুলছে। আগামীতে তরুণ উদ্যোক্তারা বগুড়ায় গণজোয়ার বয়ে আনবে।”
অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সিনিয়র সহ-সভাপতি এস. এ. জাহিদ। স্বাগত বক্তব্য প্রদান করেন বগুড়া জেলা যুব পরিষদের সভাপতি এস. এম. রবিউল ইসলাম দারুন। তিনি বলেন, “এতো দিন আমরা যুবকরা বিচ্ছিন্ন ছিলাম, আমাদের কোনো নির্দিষ্ট বসার জায়গা ছিল না। আজ থেকে আমাদের নিজস্ব অফিস হলো। বগুড়ায় অনেক যুব ও যুবতী তরুণ উদ্যোক্তা রয়েছে। তাদের কথা মাথায় রেখে আমরা একসাথে সামনে এগোতে পারি এবং নিজেদের সমস্যা সমাধান করতে পারি। এজন্যই বগুড়ার যুবকদের মধ্যে বগুড়া জেলা যুব পরিষদের পরিচয় বয়ে নিয়ে আসবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—বগুড়া জেলা যুব পরিষদ সাধারণ সম্পাদক রেদওয়ালুন ইসলাম আকিব, সিনিয়র সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম বিপ্লব, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবু হুরাইয়া, সহ-প্রচার ও মিডিয়া সম্পাদক ইউসুফ আলী, আচারী ফুডের সিইও আফছানা, মিষ্টি, সিমা প্রমুখ।



























