রোববার, ১৬ নভেম্বর ২০২৫

|৩০ কার্তিক ১৪৩২

শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশিত: ০০:৩০, ১৬ নভেম্বর ২০২৫

গোসাইরহাটে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা কারাগারে

গোসাইরহাটে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা কারাগারে

শরীয়তপুরের গোসাইরহাটে বিস্ফোরক মামলায় মো. শহিদুল আলম উরফে তপু উকিল (৩৫) নামে নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে গোসাইরহাট থানা পুলিশ।

শুক্রবার দিবাগত রাতে পুলিশের বিশেষ অভিযান চালিয়ে উপজেলার নলমুড়ি ইউনিয়নের পাচকাঠি গ্রাম এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মো. তপু উকিল উপজেলার নলমুড়ি ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন। তিনি একই ইউনিয়নের আব্দুস ছালাম উকিলের ছেলে।

গোসাইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ বোরহান উদ্দিন জানান, গতকাল রাতে বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার নলমুড়ি ইউনিয়নের পাচকাঠি গ্রামে শহিদুল আলম উরফে তপু উকিল নামে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের এক নেতাকে গ্রেফতার করা হয়। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে উসকানি মূলক পোস্ট করে আসছিলেন, যা রাষ্ট্রবিরোধী কর্মকান্ড ও নাশকতার পরিকল্পনার পরিচয় বহন করে।

গত শনিবার বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সদ্য সংবাদ/ মো. সাহেদ আহমেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ