বুধবার, ০১ অক্টোবর ২০২৫

|১৪ আশ্বিন ১৪৩২

শরীয়তপুর

শরীয়তপুর

‘মাইয়ার তো লাশ পাইছোস, পোলার লাশ খুঁজে পাবি না’

‘মাইয়ার তো লাশ পাইছোস, পোলার লাশ খুঁজে পাবি না’

ছয় বছরের শিশু তাইয়েবা হারানোর পরও পরিবারের ভয়-উৎকন্ঠা থামছে না। থানায় মামলা তুলে নিতে ও নীরবতা বজায় রাখার জন্য বাদী পরিবারকে দফায় দফায় হুমকি দেওয়া হচ্ছে। মামলার প্রধান আসামি বলে পুলিশ অভিযুক্ত করে থাকা আয়েশা বেগমের পরিবারের লোকজন নিহতের পরিবারকে ভয় দেখাচ্ছে—এ কথা জানান নিহতের পরিবার ও প্রতিবেশিরা। সোমবার সকালে তাইয়েবার মা ডলি আক্তার এসব অভিযোগ তুলেছেন। তাইয়েবা টিটু সরদারের মেয়ে। তিনি ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানাধীন ছৈয়ালকান্দি গ্রামের দারুণ নাজাত মাদ্রাসার নার্সারির ছাত্রী ছিলেন। গত বুধবার ওই স্কুলছাত্রী নিখোঁজ হন। বহু খোঁজাখুঁজির পর শুক্রবার প্রতিবেশী মেসবাহউদ্দীন মোল্লার বাড়ির সেপটিক ট্যাংক থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিখোঁজের দুইদিন পর সেফটি ট্যাংক থেকে তাইয়েবার লাশ উদ্ধার 

নিখোঁজের দুইদিন পর সেফটি ট্যাংক থেকে তাইয়েবার লাশ উদ্ধার 

শরীয়তপুরের সখিপুরে নিখোঁজের দুইদিন পর টিটু সরদারের মেয়ে তাইয়েবা (৬)-এর লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে বাড়ির পাশে সখিপুর ছৈয়াল কান্দি মেজবাউদ্দিন মোল্লার সেফটি ট্যাংক থেকে পুলিশ শিশুটির লাশ উদ্ধার করে। পরিবার সূত্রে জানা যায়, বুধবার বিকেল ৫টার দিকে তাইয়েবা হঠাৎ নিখোঁজ হয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি। নিখোঁজের সময় তার পরনে ছিল গোলাপি রঙের গেঞ্জি। স্থানীয় দারুণ নাজার মাদ্রাসার নার্সারি শ্রেণির শিক্ষার্থী ছিল সে। শুক্রবার সকালে বাড়ির পাশেই সেফটি ট্যাংকের ভেতর থেকে লাশ উদ্ধার হলে পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।