গোসাইরহাটে ৮টি মণ্ডপে পূজা শুরু
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শরীয়তপুর গোসাইরহাটের ৮টি পূজামুজাপে উৎসবমুখর পরিবেশে চলছে পূজা উদযাপন। সোমবার (২৯ সেপ্টেম্বর) পূজার মহাসপ্তমীতে সকাল থেকে গোসাইরহাটে দাশেরজঙ্গল চৌধুরী বাড়ি কালিখোলা, জুশোরগাঁও বাজার পূজামণ্ডপসহ উপজেলার ৮টি পূজামণ্ডপে ভক্তরা জড়ো হয়ে দেবী দুর্গাকে বরণ করে নেন। আগামী কয়েক দিন ভক্তরা মহাঅষ্টমী, মহানবমী এবং বিজয়া দশমীতে নানা আচার-অনুষ্ঠান ও ধর্মীয় কর্মসূচিতে অংশ নেবেন।