জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গোসাইরহাটে বিএনপির র্যালি ও আলোচনা সভা
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শরীয়তপুর গোসাইরহাট উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় উপজেলা দাশের জঙ্গল বাজারের গো হাট মাঠে এ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কে এম সিদ্দিক আহমেদ, আহ্বায়ক কমিটির সদস্য তারিক আজিজ মোবারক ঢালী ও আক্তার হোসেন নান্টু খান। এছাড়াও উপস্থিত ছিলেন পৌর আহ্বায়ক কমিটির সদস্য দেলোয়ার হোসেন শিকারী, দেওয়ান গোলাম মোস্তফা, কোদলাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সাইফুল ইসলাম শালু মৃধা এবং অন্যান্য নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস দেশের ইতিহাসে একটি গৌরবময় অধ্যায়। বিএনপির প্রতিষ্ঠাতা মেজর জিয়াউর রহমানের নেতৃত্বে সেনা ও জনতার ঐক্যে দেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছিল।
বক্তারা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে দেশকে গণতন্ত্রের পথে ফিরিয়ে আনার আহবান জানান এবং ধানের শীষ মার্কায় ভোট দেওয়ার জন্য উৎসাহিত করেন।
অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের কয়েক শত নেতাকর্মী অংশ নেন। আলোচনা সভা শেষে বিশাল একটি র্যালি বের হয়ে দাশের জঙ্গল বাজার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্তরে পৌঁছে বাসস্ট্যান্ডে শেষ হয়।
সদ্য সংবাদ/ মো. সাহেদ আহমেদ



























