রোববার, ১৬ নভেম্বর ২০২৫

|৩০ কার্তিক ১৪৩২

সদ্য সংবাদ অনলাইন

প্রকাশিত: ০২:৪৫, ১৬ নভেম্বর ২০২৫

আগারগাঁওয়ের এডিবি ভবন ও বিমানবন্দর রেলস্টেশনে ককটেল বিস্ফোরণ, সাভারে বাসে আগুন

আগারগাঁওয়ের এডিবি ভবন ও বিমানবন্দর রেলস্টেশনে ককটেল বিস্ফোরণ, সাভারে বাসে আগুন
ছবি: সংগৃহীত

রাজধানীর আগারগাঁওয়ের এডিবি ভবনের সামনে ও বিমানবন্দর রেলস্টেশনে শনিবার (১৫ নভেম্বর) রাতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আগারগাঁওয়ের এডিবি ভবনের কাছে রাত ৯টা ১০ মিনিটে ককটেল বিস্ফোরণ ঘটে। পাশেই পুলিশ সদস্যরা ডিউটিতে ছিলেন। তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজান বলেন, মোটরসাইকেলযোগে এসে দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে এবং ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা করা হচ্ছে।

অপরদিকে, রাত ১১টা ১০ মিনিটে বিমানবন্দর রেলস্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মেও ককটেল বিস্ফোরণ ঘটে। বিমানবন্দর থানার ডিউটি অফিসার এসআই মাসুদ পারভেজ জানান, দুর্বৃত্তরা বিস্ফোরণ ঘটিয়ে ঘটনাস্থল থেকে পালিয়েছে এবং রেলওয়ে পুলিশ বিষয়টি তদন্ত করছে।

একই রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের গেন্ডা ইউটার্নে সাভারে পার্কিং করা একটি বাসে আগুন লাগে। বাসের চালক সেলিম জানান, বাসটি মেট্রো গার্মেন্টসের শ্রমিক আনা-নেওয়ায় ব্যবহার করা হয়। রাতে পার্কিং করা অবস্থায় হঠাৎ বাসের পেছনের অংশে আগুন ধরে এবং তাপ অনুভব করে তিনি বাস থেকে লাফ দিয়ে প্রাণে বাঁচেন।

সাভার ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন ম্যানেজার জাহাঙ্গীর আলম জানান, দুটি ফায়ার সার্ভিস ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। সাভার হাইওয়ে থানার ইনচার্জ সালেহ আহমেদ বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং কীভাবে বাসে আগুন লেগেছে তা খতিয়ে দেখা হচ্ছে।

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ