মাঠ পর্যায়ের অভিজ্ঞতা ছাড়া নতুন ডিসিরা ভালো করতে পারবেন? প্রশ্ন মাসুদ কামালের
সিনিয়র সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল সম্প্রতি নিয়োগপ্রাপ্ত জেলা প্রশাসকদের (ডিসি) মাঠ পর্যায়ে কাজের অভিজ্ঞতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তার মতে, অনেক নতুন ডিসির আগে কোনো ধরনের নির্বাচনি বা প্রশাসনিক কাজের অভিজ্ঞতা নেই। এ অবস্থায় তারা মাঠে এসে কীভাবে কার্যকর ভূমিকা পালন করবেন, তা অনিশ্চিত। নির্বাচনি কাজ জটিল এবং এর জন্য এলাকার মানুষের স্বভাব, স্থানীয় নেতাদের চরিত্র এবং পরিস্থিতি বোঝার প্রয়োজন।
শনিবার (১৫ নভেম্বর) রাতের ‘কথা’ নামের নিজের ইউটিউব চ্যানেলে ভিডিওতে মাসুদ কামাল বলেন, নির্বাচন নিয়ে সরকার যেন বিশেষ প্রস্তুতি নিচ্ছে এবং সেই অংশ হিসেবে দেশের বিভিন্ন জেলায় নতুন ডিসি নিয়োগ করা হয়েছে। এ পর্যন্ত তিন দফায় ৫২ জেলায় নতুন ডিসি নিয়োগ হয়েছে। ডিসিদের রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব থাকে এবং তাদের উপর নির্ভর করে নির্বাচনের ফলাফল ঘোষিত হয়।
তিনি জানান, এই গুরুত্বপূর্ণ পদে পুরোপুরি নতুন নিয়োগ করা হয়েছে। পূর্বে যারা ছিল, তাদের সকলকে পরিবর্তন করা হয়েছে। নতুন নিয়োগের মধ্যে অনেকের জেলা সম্পর্কেও কোনো ধারণা নেই। প্রথম দফায় ৮ নভেম্বর ১৫টি জেলায়, ৯ নভেম্বর ১৪ জেলায় এবং ১৩ নভেম্বর ২৩ জন ডিসি নিয়োগ করা হয়েছে। ৯ নভেম্বরের নিয়োগ গভীর রাতে হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের ‘রাতের ডিসি’ নামে উল্লেখ করা হয়েছে।
মাসুদ কামাল বলেন, নতুন ডিসির মধ্যে অনেকেই পূর্বে মাঠ প্রশাসনে কাজ করেননি। এদের বেশিরভাগই অর্থনৈতিক ক্যাডারের লোক, যাদের প্রশাসন ক্যাডারের সঙ্গে একীভূত করা হয়েছে। ফলে তাদের নির্বাচনি বা মাঠ কাজের অভিজ্ঞতা নেই।
তিনি আরও উল্লেখ করেন, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে যারা ডিসি হিসেবে কাজ করেছে, তাদের এবার আর নির্বাচনি কাজে রাখা হচ্ছে না। ফলে অভিজ্ঞতা শূন্য নতুনদের উপর নির্ভর করতে হচ্ছে। মাঠ পর্যায়ে কাজের অভিজ্ঞতা ছাড়া নতুন ডিসিদের ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হতে পারে। তাদের সঠিক দিকনির্দেশনা ছাড়া কাজ করতে গিয়ে তারা ঝামেলায় পড়তে পারেন, যা নির্বাচনি ও প্রশাসনিক পর্যায়ে ঝুঁকি বাড়াতে পারে।



























