গণভোট নিয়ে বাংলাদেশের মানুষের উচ্ছ্বাসটাই নেই: নিলোফার মনি
গণভোট নিয়ে বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে কোনো উচ্ছ্বাস বা আগ্রহ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্বনির্ভর বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনি। তিনি বলেন, গণভোট অনেকে জানেও না, বুঝেও না। দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ জানেই না এই গণভোট কেন হচ্ছে, কিসের জন্য হচ্ছে, কিংবা এর ফলাফল কী হতে পারে।
সম্প্রতি এক বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে এসব মন্তব্য করেন তিনি।
নিলোফার চৌধুরী বলেন, 'গণভোট হলেও তা সঠিকভাবে জনগণের কাছে পৌঁছাতে পারবে কি না, সে বিষয়ে সংবিধানে আগের মতো কোনো স্পষ্ট নির্দেশনা নেই। তারপরও বিএনপি গণভোটে অংশ নিতে রাজি হয়েছে। আমরা ‘নোট অব ডিসেন্ট’ রেখেও রাজি হয়েছি। বিএনপির অবস্থান স্পষ্ট—একই খরচে, একই দিনে যদি গণভোটের আয়োজন করা যায়, তাহলে সেটিই উত্তম হবে। এতে জনগণের অর্থ সাশ্রয় হবে এবং প্রশাসনিক কাজও সহজ হবে।'
তিনি বলেন, 'কিছুদিন আগেই দেশে একটি জাতীয় নির্বাচন সম্পন্ন হয়েছে। এখন আবার নতুন করে গণভোটের আয়োজন করা হচ্ছে। যদি এটি আলাদা দিনে করা হয়, তাহলে ব্যয় অনেক বেড়ে যাবে। কিন্তু একই দিনে করলে একই খরচে দুইটি কাজ সম্পন্ন করা সম্ভব।'
গণভোটের ফলাফল নিয়ে সম্ভাব্য পরিস্থিতির বিশ্লেষণ করে তিনি বলেন, 'আলাদা তারিখে গণভোট হলে ভোটার উপস্থিতি কমে যাবে। যেমন অধ্যাপক আলী রীয়াজ বলেছেন—যদি ‘না’ ভোট জয়ী হয়, তাহলে এরও একটি কারণ আছে। আলাদা দিনে ভোট হলে অনেকেই ভোট দিতে যাবেন না, কিন্তু নির্বাচনের দিন একসঙ্গে ভোট হলে মানুষ দুইটি ব্যালট পেপারই নেবে এবং অধিকাংশই পূরণ করে দেবে। এতে ভোটার উপস্থিতি বাড়বে। অন্যদিকে আলাদা দিনে হলে ‘না’ ভোটের জয় সম্ভাবনা বেড়ে যাবে।'
সদ্য সংবাদ/এমটি



























