শনিবার, ২৫ অক্টোবর ২০২৫

|৯ কার্তিক ১৪৩২

শীর্ষ সংবাদ:

ফিরলেন ৩০৯ জন, লিবিয়ায় মাফিয়া চক্রে বাংলাদেশি
বহিষ্কারাদেশ প্রত্যাহারে বিএনপিতে ফিরলেন সাত
নেতাপশ্চিম তীরে ‘ইসরাইলি সার্বভৌমত্ব’ চাপিয়ে দেয়ায় বাংলাদেশের নিন্দা
নভেম্বরের মধ্যেই দেশে ফিরবেন তারেক রহমান: সালাহউদ্দিন আহমদ
রুশ তেলে মার্কিন নিষেধাজ্ঞার প্রভাব জ্বালানির বাজারে কতোটা পড়বে?
নসিংদীতে বাসের চাপায় অটোরিকশার চালক ও দুই যাত্রী নিহত
যুদ্ধবিরতির পরও গাজায় দুর্ভিক্ষ কমেনি: ডব্লিওএইচও
নির্বাচনে মাঠে থাকবে ছয় লাখ আনসার সদস্য
উপদেষ্টারা প্রার্থী হতে পারবেনা, দাবি নাগরিক জোটের
২৪ ঘণ্টায় ৪৬৮ জনের ডেঙ্গু শনাক্ত
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ সহসাই থামছে না, ট্রাম্পের গলদঘর্ম
এইচ-১বি ভিসা সংস্কারে হোয়াইট হাউসের সমর্থন

সদ্য সংবাদ অনলাইন

প্রকাশিত: ১৪:৪৬, ২৫ অক্টোবর ২০২৫

পরিবর্তন সংগঠন ও নেতৃত্বের মাধ্যমেই সম্ভব: মোস্তফা ফিরোজ

পরিবর্তন সংগঠন ও নেতৃত্বের মাধ্যমেই সম্ভব: মোস্তফা ফিরোজ
ছবি: সংগৃহীত

বাহ্যিক শক্তির মাধ্যমে নয়, সংগঠন ও নেতৃত্বের মাধ্যমেই পরিবর্তন সম্ভব হয় বলে মন্তব্য করেছেন জ্যেষ্ঠ সাংবাদিক মোস্তফা ফিরোজ। সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে রাজনৈতিক দলগুলোর যা করণীয় ছিল, এনসিপি সেরকম ভূমিকাই পালন করেছে বলেও মনে করেন তিনি।

নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে মোস্তফা ফিরোজ বলেন, 'এনসিপির প্রতি সরকার, বিএনপি ও জামায়াতসহ প্রায় সব পক্ষের মধ্যেই এক ধরনের সহানুভূতি রয়েছে। আমরা যারা তাদের সমালোচনা করি, সেখানেও রয়েছে মায়া, স্নেহ ও মমতা। কারণ, তারা ইতিহাসে একটি অনন্য কাজ সম্পন্ন করেছে, যা কোনো রাজনৈতিক দল করতে পারেনি।'

তিনি আরও বলেন, 'এরশাদের পতন ঘটেছিল রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে, কোনো বাহ্যিক চাপে নয়। এবারও পরিবর্তনের পেছনে ছাত্র নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তারা রাজনৈতিক পরিচয় ছাড়াই দীর্ঘ ১৫ বছরের শাসনের অবসান ঘটিয়েছে, এটা ঐতিহাসিক।'

ঐকমত্য কমিশনের সঙ্গে এনসিপির সাম্প্রতিক বৈঠক প্রসঙ্গে মোস্তফা ফিরোজ বলেন, 'পুরো বিষয়টি মূলত জুলাই সনদ স্বাক্ষর নিয়ে। এনসিপি এখন কিছুটা বিব্রত অবস্থায় আছে। কারণ, প্রায় সব দলই সনদে স্বাক্ষর করেছে, কিন্তু যারা জুলাইয়ে নেতৃত্ব দিয়েছিল, তারা করেনি। দলটির বক্তব্য, আইনি ভিত্তি ছাড়া কোনো সনদে স্বাক্ষর করা অর্থহীন।”

তার বলেন, 'ঐকমত্য কমিশন সনদের আইনি দিক যাচাই করে সরকারের কাছে সুপারিশ পাঠাবে। তবে কমিশনের মেয়াদ শেষের পথে, ফলে স্বাক্ষর না করলে এনসিপি রাজনৈতিকভাবে বিপাকে পড়তে পারে। কমিশনের কাছ থেকে আনুষ্ঠানিক নিশ্চয়তা পেলে এনসিপি সনদে স্বাক্ষর করবে এবং এরপর তারা নির্বাচনী প্রস্তুতিতে মনোযোগ দেবে। তবে নির্বাচনে দলটি একা যাবে নাকি জোট গঠন করবে, তা এখনও স্পষ্ট নয়।'

জ্যেষ্ঠ এই সাংবাদিক দলটিকে সতর্ক করে বলেন, 'এনসিপি যদি একা নির্বাচনে যায় বা নিজস্ব ক্ষুদ্র জোট গঠন করে, তবে ভরাডুবির আশঙ্কা রয়েছে। শেষ পর্যন্ত তাদের হয় বিএনপি নয়তো জামায়াতের সঙ্গে সমঝোতায় যেতে হবে।'

সদ্য সংবাদ/এমটি

সর্বশেষ