যেদিকে তাকাই, শুধু লাশ ভাসছে: গোলাম মাওলা রনি

বাংলাদেশের জন্মলগ্ন থেকে এমন ভয়াবহ সময় আর আসেনি বলে ম্মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি। তিনি বলেন, দেশ এখন আইনের বাইরে, চারদিকে শুধু লাশ।
সম্প্রতি এক বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে গোলাম মাওলা রনি বলেন, 'আজ এই ঢাকা শহরে এত চাপাতি, এত অন্যায়, এত ঘুষ, এসব নিয়ে আমরা আর কথা বলি না। কিশোররা রাতে গাড়ি নিয়ে বের হয়, নির্বিচারে যাকে পায় তাকে কুপিয়ে ছিনতাই করছে। সে পুলিশ হোক বা আমলা হোক। অসংখ্য লাশ নদীতে ভাসছে, সমুদ্রে ভাসছে, বনে জঙ্গলে লাশ। আমাদের বনাঞ্চল, পাহাড়, সমুদ্রতট—সব জায়গা যেন মৃত্যুকূপে পরিণত হয়েছে।'
রনি বলেন, 'বাংলাদেশ এখন ভয়াবহ সময়ের মধ্যে আছে। আমি ১৯৭১ সাল থেকে এই রাষ্ট্রকে দেখছি, প্রায় ৪২ বছর পেশাগতভাবে বিশ্লেষণ করছি। কিন্তু গত ১৪ মাসের মতো এমন সময় আর কখনো আসেনি। এমন রাত, যা ঘুমাতে দেয় না; এমন দিন, যা আশ্বাস দেয় না। মানুষকে সারাজীবন সান্ত্বনা দিয়েছি, কিন্তু এখন নিজেই জানি না কীভাবে সান্ত্বনা দেব। নিজেকে সান্ত্বনা দেওয়ার মতো অবস্থাও আর নেই।'
অক্টোবর মাসকে ‘ব্ল্যাক অক্টোবর’ আখ্যায়িত করে গোলাম মাওলা রনি আরও বলেন, 'এই মুহূর্তে দেশে যা কিছু ঘটছে, সেগুলোর পরিণতি অনিবার্য ছিল। প্রকৃতির নিয়মে মানুষের মুখ দিয়ে সত্য বেরিয়ে আসে, এখন সেই সত্যই ঘটছে। তাই বলেছি, এ মাসটা ব্ল্যাক অক্টোবর।'
সদ্য সংবাদ/এমটি