ধানমন্ডিতে নির্মাণাধীন ভবনে আগুন, মিরপুরের আগুন এখনো জ্বলছে

রাজধানীর মিরপুরে রূপনগর শিয়ালবাড়িতে রাসায়নিকের গুদামে ভয়াবহ আগুন এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। এরই মধ্যে নতুন করে রাজধানীর ধানমন্ডিতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
বুধবার (১৫ অক্টোবর) বিকেল ৩টা ২০ মিনিটের দিকে ধানমন্ডি ৩২ নম্বর এলাকার একটি নির্মাণাধীন ভবনে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। বিকেল ৩টা ৫২ মিনিটে আগুন সম্পূর্ণ নেভানো সম্ভব হয় বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস সদর দপ্তর।
অন্যদিকে, রূপনগরের শিয়ালবাড়িতে রাসায়নিকের গুদামে লাগা আগুন নেভাতে ফায়ার সার্ভিসের তৎপরতা অব্যাহত রয়েছে। তবে কখন আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসবে, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান।
বুধবার (১৫ অক্টোবর) দুপুরে দুর্ঘটনাকবলিত গুদামের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কাজী নুরুজ্জামান বলেন, 'আমাদের অগ্নিনির্বাপণ কার্যক্রম চলমান রয়েছে। তবে কেমিক্যাল অপসারণ এবং সম্পূর্ণভাবে আগুন নির্বাপণ করতে দীর্ঘ সময় লাগবে। বিভিন্ন প্রকার মাল্টিপারপাস কেমিক্যালের কারণে আগুন দ্রুত ছড়াচ্ছে এবং সেখান থেকে উৎপন্ন বিষাক্ত ক্লোরিন গ্যাস স্থানীয়দের শ্বাসকষ্টের সমস্যা তৈরি করছে।'
তিনি আরও বলেন, 'ঘনবসতির কারণে কার্যক্রমে বাধা সৃষ্টি হচ্ছে। তাই আমরা এলাকাবাসীকে নিরাপদ দূরত্বে থাকার জন্য মাইকিং করে অনুরোধ জানাচ্ছি।'
গুদামের ভেতরে কোনো প্রাণহানি ঘটেছে কি না জানতে চাইলে ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক বলেন, 'গুদামের মূল গেট খোলা হয়েছে, তবে ভেতরে এখনো প্রচুর ধোঁয়া রয়েছে। অগ্নিনির্বাপণ সম্পূর্ণ শেষ হলে নিশ্চিত করে বলা যাবে কোনো মৃতদেহ রয়েছে কি না। আপাতত আমরা নিশ্চিত হয়েছি, ভেতরে নতুন করে কোনো মৃতদেহ নেই।'
তিনি আরও জানান, অবৈধ রাসায়নিকের গুদাম উচ্ছেদে ফায়ার সার্ভিস কাজ করছে, যাতে ভবিষ্যতে এমন দুর্ঘটনা আর না ঘটে।
সদ্য সংবাদ/এমটি