গাজীপুরে রাতে তিনটি বাসে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ
গাজীপুরে রাতে ও ভোরে তিনটি যাত্রীবাহী বাসে আগুন লাগিয়েছে দুর্বৃত্তরা। তারা বাসে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে পালিয়ে যায়। তিনটি বাসই পুড়ে গেছে, তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বুধবার (১২ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে গাজীপুর মহানগরীর বাসন থানার ভোগড়া বাইপাস সংলগ্ন পেয়ারা বাগান এলাকায় ভিআইপি পরিবহনের একটি বাসে আগুন দেয় অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। বাসটি সড়কের পাশে পার্ক করা অবস্থায় ছিল।