রোববার, ১৬ নভেম্বর ২০২৫

|৩০ কার্তিক ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:০৯, ৬ নভেম্বর ২০২৫

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আগুন, ৮ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আগুন, ৮ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে
ছবি: সংগৃহীত

পাবনার রূপপুরে অবস্থিত 'রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে' অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুর নাগাদ বিদ্যুৎকেন্দ্রের পরিত্যক্ত কাঠের স্তূপে এই আগুন লাগে।

ফায়ার সার্ভিস জানায়, বৃহস্পতিবার দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। ৩০০ গজ দূরেই ছিল ফায়ার সার্ভিস। সেখান থেকে দ্রুতই একটি ইউনিট এসে আগুন নেভানোর কাজে যোগ দেয়। এরপর রূপপুর মডার্ন, গ্রীন সিটি, রূপপুর অস্থায়ী, ঈশ্বরদী ফায়ার স্টেশনের ৮টি ইউনিট এসে আগুন নেভানোর কাজে নিয়োজিত হয়। ফায়ার সার্ভিসের দৃঢ় প্রচেষ্টায় দুপুর ১টা ১৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

তবে, আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।

সদ্য সংবাদ/এমটি

সর্বশেষ