গরমের পর ঢাকার বৃষ্টিতে স্বস্তি, আরও বৃষ্টি আসছে
টানা কয়েক দিনের অস্বস্তিকর গরমের পর মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে রাজধানী ঢাকায় বৃষ্টি হয়েছে। বিকেল চারটার দিকে আকাশজুড়ে মেঘ, গর্জন এবং ঝড়ো হাওয়া বইতে শুরু করলে রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টির ঝলক দেখা যায়। এতে জনমনে কিছুটা স্বস্তি ফিরে এসেছে। আবহাওয়া অফিস জানিয়েছে, এই সময়ে ১.৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। বাতাসে আদ্রতার পরিমাণ ছিল ৬৯ শতাংশ এবং বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৯ কিলোমিটার, যা উত্তর-পশ্চিম দিক থেকে বইছিল।