বুধবার, ০১ অক্টোবর ২০২৫

|১৪ আশ্বিন ১৪৩২

রাজধানী বিভাগের সব খবর

মেট্রোরেলে নামেই বিশেষ অগ্রাধিকার, ভিড়ের চাপে বঞ্চিত প্রবীণ-প্রতিবন্ধীরা

মেট্রোরেলে নামেই বিশেষ অগ্রাধিকার, ভিড়ের চাপে বঞ্চিত প্রবীণ-প্রতিবন্ধীরা

মেট্রোরেলে কম সময়ে গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য নগরবাসীর আস্থার বাহন। ছুটির দিনে পরিবার অথবা প্রিয়জনদের নিয়ে ঘরতে যেতে কিংবা অফিস যাত্রায় যানজটের ঝক্কি-ঝামেলা এড়াতে সবাই অগ্রাধিকার দেন উড়াল সড়কের মেট্রোরেলে। তবে এই সময়ে মেট্রোতে বিশেষ চাহিদা সম্পন্ন কিংবা বয়োজ্যেষ্ঠ যাত্রীদের মেট্রো ভ্রমণ অনেকটাই দুরূহ বিষয়। কারণ বরাদ্দকৃত অগ্রাধিকার আসন থাকলেও তা থাকে সুস্থ-স্বাভাবিক মানুষদের দখলেই। প্রতিদিন গড়ে আড়াই থেকে ৩ লাখ যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেয় মেট্রোরেল। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড বা ডিএমটিসিএল এর পরিচালনায় এই বাহনটি যানজটের শহরে নগরবাসীর অন্যতম অনুষঙ্গ। তবে এর জনপ্রিয়তা যতটা বেড়েছে তার সাথে পাল্লা দিয়ে বেড়েছে বাড়তি ভিড়। ভিড় হলেও ঠিক সময়ে গন্তব্যে পৌঁছাতে সে ভিড় উপেক্ষা করে গাদাগাদি করে মেটাতে চড়েন নগরবাসী। আসনে যে পরিমাণ যাত্রী বসতে পারেন তার চেয়েও কয়েকগুণ বেশি সফর করেন দাঁড়িয়ে। তবে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের সেই ভিড় ঠেলে প্রবেশ কিংবা দাঁড়িয়ে যাত্রার সুযোগ আসলে কতটা। 

শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ২২:৩২

ফার্মগেট থেকে প্রায় ৫০জন আ.লীগ নেতাকর্মী আটক

ফার্মগেট থেকে প্রায় ৫০জন আ.লীগ নেতাকর্মী আটক

মিছিলের প্রস্তুতির সময় রাজধানীর ফার্মগেট আনন্দ সিনেমা হল ও শেরে বাংলা নগর মূল সড়কে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রায় অর্ধশত নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে তাদের আটকের তথ্যটি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান। তিনি জানান, বুধবার দুপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিছিল করার প্রস্তুতি নিচ্ছিলেন। আমরা সংবাদ পেয়ে দ্রুত অভিযান চালিয়ে এখন পর্যন্ত প্রায় ৩০-৩৫ জনকে আটক করেছি। আমাদের অভিযান চলছে। যে জায়গাগুলোতে মিছিলের প্রস্তুতি নিচ্ছিল, আমরা সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করেছি।

বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১৬:২৪