শনিবার, ১৫ নভেম্বর ২০২৫

|৩০ কার্তিক ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:০২, ১৩ নভেম্বর ২০২৫

আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে আগুন
ছবি: সংগৃহীত

রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে অবস্থিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে এই অগ্নিসংযোগের ঘটনাটি ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, বিক্ষুব্ধ জনতা কার্যালয়ের সামনে অবস্থান করছেন এবং কার্যালয়ের দেয়ালে থাকা শেখ মুজিবের খোদাই করা গ্রাফিতি ভাঙছে।

প্রসঙ্গত, জুলাই গণঅভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর বিক্ষুব্ধ ছাত্র-জনতা একই কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছিল। কয়েক মাস পর পরিত্যক্ত ভবনটিতে ‘আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট’ স্থাপন করা হয়।

সদ্য সংবাদ/এমটি