শনিবার, ১৫ নভেম্বর ২০২৫

|৩০ কার্তিক ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:১৭, ১৪ নভেম্বর ২০২৫

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা কল্যাণ সমিতির বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা কল্যাণ সমিতির বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত
ছবি: সদ্য সংবাদ

ঢাকাস্থ নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা কল্যাণ সমিতির বার্ষিক মিলনমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান জাতীয় আর্কাইভ ও গ্রন্থাগারে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ নভেম্বর) সকাল ৯টায় শুরু হওয়া এ আয়োজনে প্রাণবন্ত উপস্থিতি ছিল বিভিন্ন পর্যায়ের শুভানুধ্যায়ীদের। অনুষ্ঠানে কিশোরগঞ্জের কৃতি সন্তান ও বিভিন্ন পেশার সম্মানিত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা পর্বে বক্তারা বেকার যুবকদের উন্নয়ন, সমাজে পিছিয়ে পড়া ও আর্থিকভাবে দুর্বল মানুষদের সেচ্ছলতা বৃদ্ধি, উত্তরাঞ্চলের সার্বিক উন্নয়ন, পারস্পরিক সহযোগিতা ও অবকাঠামোগত অগ্রগতির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরেন।

বক্তারা বলেন, 'এই মিলনমেলা শুধু পরিচিতি বৃদ্ধি নয়, বরং একে অপরের সাথে উন্নয়নমূলক ভাবনার সেতুবন্ধন গড়ে তুলবে এবং নতুন প্রজন্মকে এগিয়ে যাওয়ার প্রেরণা দেবে।'

দিনব্যাপী এই আয়োজনে সাংস্কৃতিক পরিবেশনা, মতবিনিময় ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সকলের মনে আনন্দ ও অনুপ্রেরণা যোগায়।

সমিতির পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত থাকবে।

সদ্য সংবাদ/এমটি