শনিবার, ১৫ নভেম্বর ২০২৫

|৩০ কার্তিক ১৪৩২

সদ্য সংবাদ অনলাইন

প্রকাশিত: ০১:২৮, ১৪ নভেম্বর ২০২৫

মিরপুরে রাতে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা, নিহত ১

মিরপুরে রাতে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা, নিহত ১
ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরে কিরণমালা পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এতে দগ্ধ হয়ে এক পরিবহন শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও একজন।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে শাহ আলী থানার বেরিবাধ মেইন রোড এলাকায় এ ঘটনা ঘটে।

শাহ আলী থানার কর্তব্যরত কর্মকর্তারা জানান, রাতে বেরিবাধ মেইন রোডে হঠাৎ বাসটিতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। ওই সময় বাসে থাকা দুইজন শ্রমিকের একজন আগুনে দগ্ধ হয়ে পাশের নদীতে লাফ দেন। স্থানীয়রা এবং ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং দগ্ধ শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তির নাম-পরিচয় এখনো জানা যায়নি।

অন্যদিকে, আগুনে আহত আরেক শ্রমিককে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, অগ্নিসংযোগের ঘটনার কারণ ও পেছনের দায়ীদের শনাক্তে তদন্ত চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সম্পর্কিত বিষয়: