শনিবার, ১৫ নভেম্বর ২০২৫

|৩০ কার্তিক ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৪১, ১৫ নভেম্বর ২০২৫

নতুন পোশাকে পুলিশ!

নতুন পোশাকে পুলিশ!
ছবি: সংগৃহীত

জুলাই অভ্যুত্থানের পরপরই পুলিশ বাহিনী সংস্কার ও পুলিশের পোশাক পরিবর্তনের দাবি উঠে। সেই দাবির প্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকার চলতি বছরের শুরুতে বাংলাদেশ পুলিশ, র‍্যাব ও আনসার বাহিনীর পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নেয়। এরই ধারাবাহিকতায় এবার নতুন পোশাক দেখা যাবে পুলিশ সদস্যদের।

শনিবার (১৫ নভেম্বর) থেকে ঢাকা মহানগর পুলিশসহ (ডিএমপি) দেশের সব মহানগর পুলিশ ও বিশেষায়িত ইউনিটের সদস্যরা নতুন পোশাক পরেছেন। তবে, জেলা পুলিশ এখনো নতুন পোশাক পায়নি। পর্যায়ক্রমে তারাও নতুন পোশাক পাবে।

ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (গণমাধ্যম ও জনসংযোগ) মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে বলেন, 'আজ থেকে সব মহানগরে পুলিশের নতুন পোশাক চালু হয়েছে। পর্যায়ক্রমে পুলিশের সব সদস্য নতুন এই পোশাক পাবেন।'

মহানগর পুলিশ সহ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), ট্যুরিস্ট পুলিশ, হাইওয়ে পুলিশ ও নৌপুলিশ সবার জন্য লোহার (আয়রন) রঙের নতুন পোশাক ডিজাইন করা হয়েছে।

সদ্য সংবাদ/এমটি

সম্পর্কিত বিষয়: