পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত স্বাধীন বিভাগের অধীনে নিন: আইজিপি
পুলিশ বাহিনীকে রাজনৈতিক ও কার্যনির্বাহী বিভাগের প্রভাবমুক্ত করে স্বাধীনভাবে কাজের সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। শনিবার (১ নভেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে আয়োজিত ‘বাংলাদেশ পুলিশের সংস্কার: চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি বলেন, ‘আমাকে রাজনৈতিক প্রভাবমুক্ত, কার্যনির্বাহী বিভাগের প্রভাবমুক্ত করে একটি স্বাধীন বডির অধীনে নিয়ে যান। আমি সেই আস্থাটা পেতে চাই যে, রাজনৈতিক সরকার দেশ চালাবে, কিন্তু প্রভাব বিস্তার করবে না।’