রাঙ্গামাটি জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
পার্বত্য চট্টগ্রামের অন্তর্ভুক্ত রাঙ্গামাটির পুলিশ সুপার কার্যালয়ে জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০৫ নভেম্বর) রাঙ্গামাটি পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ জসীম উদ্দীন চৌধুরী, পিপিএম এর সঞ্চালনায় সভার সভাপতিত্ব করেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন।
অপরাধ পর্যালোচনা সভায় পুলিশ সুপার জেলার সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অস্ত্র ও মাদক উদ্ধার কার্যক্রম, ট্রাফিক ব্যবস্থাপনা, সাইবার ক্রাইম দমন, গ্রেফতারি পরোয়ানা তামিল, স্পর্শকাতর মামলাসমূহের অগ্রগতি এবং গোয়েন্দা কার্যক্রম জোরদার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
তিনি উপস্থিত কর্মকর্তাদের দায়িত্বশীলতার সঙ্গে পেশাগত কর্তব্য পালনের নির্দেশনা প্রদান করেন এবং আইনশৃঙ্খলা রক্ষায় আরও আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।
সভায় রাঙ্গামাটি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, সকল থানার অফিসার ইনচার্জবৃন্দ এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
মো. নাজমুল হোসেন ইমন/এমটি



























