রোববার, ১৬ নভেম্বর ২০২৫

|৩০ কার্তিক ১৪৩২

মিরসরাই প্রতিনিধি (চট্টগ্রাম)

প্রকাশিত: ০০:২০, ১৬ নভেম্বর ২০২৫

অগ্নিকাণ্ড প্রতিরোধে মিরসরাইয়ে ফায়ার সার্ভিসের সচেতনতামূলক গণসংযোগ

অগ্নিকাণ্ড প্রতিরোধে মিরসরাইয়ে ফায়ার সার্ভিসের সচেতনতামূলক গণসংযোগ

অগ্নিকাণ্ড প্রতিরোধ ও দুর্ঘটনা মোকাবিলায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চট্টগ্রামের মিরসরাইয়ে গণসংযোগ কর্মসূচি পরিচালনা করেছে বারইয়ারহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। শনিবার সকাল থেকে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের জোরারগঞ্জ থানা এলাকার বিভিন্ন দোকানপাট, বাসস্ট্যান্ড ও পথচারীদের মাঝে এ সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়।

গণসংযোগে নেতৃত্ব দেন বারইয়ারহাট ফায়ার স্টেশনের ইনচার্জ জয়নাল আবেদীন তিতাস। তিনি ব্যবসায়ী, ক্রেতা-বিক্রেতা ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং অগ্নিকাণ্ডের ঝুঁকি কমাতে করণীয় বিষয়ে দিকনির্দেশনা দেন।

স্টেশন ইনচার্জ তিতাস বলেন, “অধিকাংশ অগ্নিকাণ্ডই ঘটে মানুষের অসতর্কতার কারণে। অনেক দোকানেই কর্মীরা বৈদ্যুতিক সংযোগ বন্ধ না রেখে চলে যান, যা শর্ট সার্কিটের ঝুঁকি বাড়ায়। এসব বিষয়ে সবাইকে সচেতন করতেই আমাদের এই উদ্যোগ।”

তিনি আরও পরিষ্কার করে বলেন, “ফায়ার সার্ভিসে কল দিলে টাকা লাগে—এমন ভুল ধারণা অনেকের মাঝে আছে। আসলে ফায়ার সার্ভিস কোনো টাকা নেয় না; আমরা সবসময় বিনামূল্যে মানুষের সেবায় কাজ করি।”

গণসংযোগে অংশ নেওয়া স্থানীয় ব্যবসায়ী শাহাদাত হোসেন বলেন, “আমরা অনেকেই টাকা লাগবে ভেবে জরুরি সময়ে কল দিই না। আজ ফায়ার সার্ভিসের স্যাররা এসে গুরুত্বপূর্ণ বিষয়গুলো বুঝিয়ে দিয়েছেন—আমরা অনেক কিছু শিখেছি।”

আরেক ব্যবসায়ী আরাফাত রহমান বলেন, “আমরা সবসময় দোকানের কারেন্ট চালু রেখেই বাসায় চলে যাই। আজ সচেতন হওয়ার পর এমন ভুল আর করব না।”

গণসংযোগ শেষে দোকানি ও স্থানীয় বাসিন্দাদের মাঝে ফায়ার সার্ভিসসহ বিভিন্ন জরুরি সেবার নম্বরযুক্ত প্রচারপত্র বিতরণ করা হয়। এসময় বারইয়ারহাট ফায়ার সার্ভিসের ফাইটারসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

সর্বশেষ