বুধবার, ০১ অক্টোবর ২০২৫

|১৪ আশ্বিন ১৪৩২

চট্টগ্রাম

চট্টগ্রাম

খাগড়াছড়ির গুইমারায় ১৪৪ ধারার মধ্যেই সংঘর্ষ, বাজারে অগ্নিসংযোগ

খাগড়াছড়ির গুইমারায় ১৪৪ ধারার মধ্যেই সংঘর্ষ, বাজারে অগ্নিসংযোগ

খাগড়াছড়ির গুইমারায় ১৪৪ ধারা জারি থাকা অবস্থাতেই রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় উপজেলার রামেসু বাজারে আগুন দেওয়া হয়। জেলা প্রশাসক মো. এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার জানান, আগুনে বাজারের একাধিক দোকান ও পাশের কয়েকটি বসতঘর পুড়ে গেছে। ঘটনায় এলাকায় উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ‘জুম্ম ছাত্র জনতা’ নামে একটি সংগঠন সড়ক অবরোধ করলে আইনশৃঙ্খলা বাহিনী সড়ক ছাড়তে অনুরোধ করে। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয় এবং এক পর্যায়ে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে গুলির শব্দ শোনা যায় এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ কয়েকজন আহত হন।

ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতের হামলায় মোটরসাইকেল চালক আহত

ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতের হামলায় মোটরসাইকেল চালক আহত

কাউছার দীর্ঘদিন ধরেই মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করেন। রোববার রাত ৮টায় একজন যাত্রীকে নিয়ে নাটঘর বাজারে যাত্রী নামিয়ে বাড়ি ফেরার পথে নাটঘর-বিদ্যাকুট রোডে ডাকাতদের কবলে পড়েন। দুর্বৃত্তরা পথরোধ করে তার কাছ থেকে মোটরসাইকেল, মোবাইল ফোন এবং নগদ টাকা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এ সময় তিনি বাঁধা দিলে ডাকাতরা তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। চিৎকার শুনে স্থানীয় লোকজন জড়ো হলে দুর্বৃত্তরা পালিয়ে যান৷পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।