সাগরে মাছ শিকারে গিয়ে পনের দিন ধরে নিখোঁজ ১৬ জন
বঙ্গোপসাগরে মাছ শিকারে গিয়ে ১৫ দিন ধরে নিখোঁজ রয়েছেন নৌকাসহ ১৬ মাঝিমাল্লা। নিখোঁজদের মধ্যে দুইজনের বাড়ি নোয়াখালী, দুইজন চট্টগ্রামের বাঁশখালীতে এবং বাকিরা কক্সবাজার সদর, চকরিয়া ও মহেশখালী এলাকার বাসিন্দা। নিখোঁজ নৌকার মালিক আলী আকবরের স্ত্রী সেলিনা আকতার গত ২৪ সেপ্টেম্বর চট্টগ্রাম মহানগরের সদরঘাট নৌ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর সোমবার (২৯ সেপ্টেম্বর) ঘটনাটি গণমাধ্যমে প্রকাশিত হয়।