শনিবার, ১৫ নভেম্বর ২০২৫

|৩০ কার্তিক ১৪৩২

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশিত: ১৯:১৯, ১৩ নভেম্বর ২০২৫

রাঙ্গামাটিতে ছাদ থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু

রাঙ্গামাটিতে ছাদ থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু
ছবি: সদ্য সংবাদ

রাঙামাটির রাজস্থলী উপজেলায় ছাদ থেকে পড়ে রেখা চৌধুরী (৬০) নামের এক অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষিকার মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত রেখা চৌধুরী রাজস্থলী উপজেলার গাইন্দ্যা উচ্চ বিদ্যালয়ের দীর্ঘদিনের সহকারী শিক্ষিকা ছিলেন। সম্প্রতি তিনি সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করেন।

বুধবার (১২ নভেম্বর) রাতে উপজেলার ৩ নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের বাঙ্গালহালিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে ৮টার দিকে রেখা চৌধুরী নিজ বাড়ির দ্বিতীয় তলার ছাদে একা অবস্থান করছিলেন। কোনো এক সময় অসাবধানতাবশত তিনি পা পিছলে নিচ তলার ছাদে পড়ে যান। যেহেতু তখন তিনি একা ছিলেন, তাই সঙ্গে সঙ্গে কেউ বিষয়টি টের পাননি।

রাত ১১টার দিকে ছোট ছেলে রানা চৌধুরী বাড়িতে ফিরে এসে দরজায় বারবার ধাক্কা দিলেও কোনো সাড়া না পেয়ে বিকল্প পথে ছাদে উঠে মাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে চাচাতো ভাই অমরনাথ চৌধুরী ও স্থানীয়দের সহায়তায় দ্রুত আহত রেখা চৌধুরীকে চন্দ্রঘোনার খ্রিষ্টান মিশন হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

একজন আদর্শ শিক্ষক ও নিবেদিতপ্রাণ শিক্ষাবিদ হিসেবে তিনি গাইন্দ্যা উচ্চ বিদ্যালয় ও রাজস্থলীর শিক্ষা অঙ্গনে অত্যন্ত শ্রদ্ধার ছিলেন। তাঁর আকস্মিক মৃত্যুতে রাজস্থলী জুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

শিক্ষকসহ স্থানীয় সমাজের বিশিষ্টজনেরা রেখা চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

তাঁরা বলেন, 'রেখা ম্যাডাম শুধু একজন শিক্ষকই ছিলেন না, তিনি ছিলেন মানবিক, স্নেহশীলা এবং শিক্ষার্থীদের কাছে মা-সুলভ একজন মানুষ। তাঁর চলে যাওয়া রাজস্থলীর শিক্ষা অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি।'

সদ্য সংবাদ/এমটি