বুধবার, ০১ অক্টোবর ২০২৫

|১৪ আশ্বিন ১৪৩২

স্বাস্থ্য বিভাগের সব খবর

নীরবে ছড়িয়ে পড়ছে প্রাণঘাতী সংক্রামক রোগ

নীরবে ছড়িয়ে পড়ছে প্রাণঘাতী সংক্রামক রোগ

প্রাণঘাতী ব্যাকটেরিয়াজনিত সংক্রামক রোগ মেলিওডোসিস নীরবে ছড়িয়ে পড়ছে বাংলাদেশের গ্রামীণ জনপদে। ইতিমধ্যে ১৮টি জেলায় শনাক্ত হওয়া এ রোগটির সংক্রমণ মূলত দেখা যাচ্ছে প্রান্তিক কৃষিজীবীদের মধ্যে, যারা নিয়মিত মাটি ও পানির সংস্পর্শে থাকেন। আক্রান্ত ব্যক্তিদের শরীর থেকে শ্বাস-প্রশ্বাস বা স্পর্শের মাধ্যমে অন্যদের মধ্যেও এটি ছড়াচ্ছে। রোগটির মৃত্যুহার ৪০ শতাংশেরও বেশি, যা করোনাভাইরাস মহামারিতে দেশের মৃত্যুহারের তুলনায় তিনগুণ। দীর্ঘদিন ধরে রোগটি দেশে বিদ্যমান থাকলেও স্বাস্থ্যখাতের নীতিনির্ধারকদের নজরে আসেনি। ফলে নেই রোগ শনাক্তের পর্যাপ্ত সুবিধা, নেই চিকিৎসকদের প্রশিক্ষণ, আর এর জেরে রোগ নির্ণয়বিহীন চিকিৎসায় প্রাণ হারাচ্ছেন বহু মানুষ।

শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ১২:০১

ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৯২

ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৯২

রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত (একদিনে) ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৯২ জন রোগী। এসব রোগীর মধ্যে সবচেয়ে বেশি ১২৬ জন আক্রান্ত বরিশাল বিভাগে। একইসঙ্গে এ সময়ে ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু হয়েছে। মারা যাওয়াদের মধ্যে বরিশালের একজন ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের একজন। সোমবার (২৩ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে ১২৬ জন, চট্টগ্রাম বিভাগে ৮০ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৩১, ঢাকা উত্তর সিটিতে ২২ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৬৪, খুলনা বিভাগে ২৫ জন এবং রাজশাহী বিভাগে ৪১ জন ও ময়মনসিংহে ১ জন ও রংপুরে ১ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। এদিকে, একদিনে সারা দেশে ২৬০ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৭ হাজার ৭৭ জন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এ বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত সবমিলিয়ে ৮ হাজার ১৫০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৩৪ জনের।

সোমবার, ২৩ জুন ২০২৫, ১৮:৩২