মাইলস্টোন স্কুলে আহত শিক্ষার্থীদের সহায়তায় ঢাকায় ব্রিটিশ মেডিকেল টিম

রাজধানীর মাইলস্টোন স্কুলে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে যুক্তরাজ্য থেকে একটি জরুরি মেডিকেল টিম ঢাকায় এসে পৌঁছেছে।
শনিবার (৯ আগস্ট) ঢাকার ব্রিটিশ হাইকমিশন এক বিবৃতিতে জানায়, নয় সদস্যের এই মেডিকেল টিমে রয়েছেন অভিজ্ঞ ক্লিনিক্যাল সংক্রামক রোগ বিশেষজ্ঞ, নিবিড় পরিচর্যা চিকিৎসক, সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ নার্স এবং পুনর্বাসন বিশেষজ্ঞ।
তারা আগামী তিন সপ্তাহ ধরে স্থানীয় চিকিৎসকদের সঙ্গে যৌথভাবে কাজ করবেন এবং জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আহত শিক্ষার্থীদের সেবা প্রদান করবেন।
বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বলেন, “এই মর্মান্তিক ঘটনায় যুক্তরাজ্য ক্ষতিগ্রস্তদের পাশে রয়েছে। আমাদের মেডিকেল টিমের বিশেষায়িত চিকিৎসা শিক্ষার্থীদের দ্রুত সুস্থ হয়ে উঠতে সহায়তা করবে।”
উল্লেখ্য, গত ২১ জুলাই রাজধানীর মাইলস্টোন স্কুলে একটি মর্মান্তিক বিমান দুর্ঘটনায় বহু শিক্ষার্থী হতাহত হন। এর আগে চীন, ভারত ও সিঙ্গাপুর থেকেও মেডিকেল টিম এসে দুর্গতদের চিকিৎসায় অংশ নিয়েছে।