আরও ১৪ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ
সরকার আরও ১৪ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। নতুন ডিসি নিয়োগ পাওয়া জেলাগুলো হলো ঢাকা, পাবনা, রংপুর, যশোর, মেহেরপুর, নোয়াখালী, গাজীপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, মাদারীপুর, মৌলভীবাজার, বরিশাল, বরগুনা এবং রাঙ্গামাটি। প্রজ্ঞাপনের অনুযায়ী, ঢাকা জেলা প্রশাসক হিসেবে বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মো. রেজাউল করিম, পাবনা জেলা প্রশাসক হিসেবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব শাহেদ মোস্তফা, রংপুরে মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মো. এনামুল আহসান, যশোরে ফরিদপুর ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের জোনাল সেটেলমেন্ট অফিসার মোহাম্মদ আশেক হাসান নিয়োগ পেয়েছেন।