শনিবার, ১৫ নভেম্বর ২০২৫

|৩০ কার্তিক ১৪৩২

জাতীয় বিভাগের সব খবর

শুরু হচ্ছে  ‘স্কুল ফিডিং’ কার্যক্রম

শুরু হচ্ছে ‘স্কুল ফিডিং’ কার্যক্রম

বিদ্যালয়ে উপস্থিতির হার বৃদ্ধি, শিক্ষার্থীদের মনোযোগ ধরে রাখা এবং পুষ্টি উন্নয়নে সারা দেশের নির্বাচিত সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে ‘স্কুল ফিডিং’ কার্যক্রম নাটোর থেকে শুরু হতে যাচ্ছে। শনিবার (১৫ নভেম্বর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার নাটোরের গুরুদাসপুর উপজেলার খুবজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচির উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত থাকবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান এবং ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি’র প্রকল্প পরিচালক মোহাম্মদ হারুন অর রশীদ।

শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ১৮:০০

আরও ১৪ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ

আরও ১৪ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ

সরকার আরও ১৪ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। নতুন ডিসি নিয়োগ পাওয়া জেলাগুলো হলো ঢাকা, পাবনা, রংপুর, যশোর, মেহেরপুর, নোয়াখালী, গাজীপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, মাদারীপুর, মৌলভীবাজার, বরিশাল, বরগুনা এবং রাঙ্গামাটি। প্রজ্ঞাপনের অনুযায়ী, ঢাকা জেলা প্রশাসক হিসেবে বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মো. রেজাউল করিম, পাবনা জেলা প্রশাসক হিসেবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব শাহেদ মোস্তফা, রংপুরে মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মো. এনামুল আহসান, যশোরে ফরিদপুর ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের জোনাল সেটেলমেন্ট অফিসার মোহাম্মদ আশেক হাসান নিয়োগ পেয়েছেন।

বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ২৩:৩৭

মাঠ প্রশাসনে রদবদল, আরো ৯ জেলায় নতুন ডিসি

মাঠ প্রশাসনে রদবদল, আরো ৯ জেলায় নতুন ডিসি

জাতীয় নির্বাচনকে সামনে রেখে মাঠ প্রশাসনে ব্যাপক রদবদলের অংশ হিসেবে দেশের আরও নয় জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞাকে চট্টগ্রামে পদায়ন করা হয়েছে। বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) পরিচালক (উপসচিব) এস এম মেহেদী হাসানকে লক্ষ্মীপুরে, পরিকল্পনা বিভাগের উপসচিব সৈয়দা নুরমহল আশরাফীকে মুন্সীগঞ্জে এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপসচিব মো. সাইফুর রহমানকে নেত্রকোনায় জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ২১:৫৭

একই দিনে নির্বাচন ও গণভোটের বিষয়ে যা বললেন সিইসি

একই দিনে নির্বাচন ও গণভোটের বিষয়ে যা বললেন সিইসি

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে একই দিনে সংসদ নির্বাচন ও জুলাই সনদ নিয়ে গণভোট অনুষ্ঠিত হওয়ার ঘোষণা দিয়েছেন। বিষয়টি নিয়ে নির্বাচন কমিশন (ইসি) এখনই কোনো মন্তব্য করতে রাজি নয় বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে নির্বাচন কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপ চলাকালে সাংবাদিকরা সিইসির কাছে জানতে চান, একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজন কতটা চ্যালেঞ্জিং হতে পারে, এতে ভোটের পরিবেশে কোনো প্রভাব পড়বে কিনা।

বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ১৯:১৪

চলতি নভেম্বরেই পাস হচ্ছে সাংবাদিক সুরক্ষা আইন: প্রেস কাউন্সিলের চেয়ারম্যান

চলতি নভেম্বরেই পাস হচ্ছে সাংবাদিক সুরক্ষা আইন: প্রেস কাউন্সিলের চেয়ারম্যান

চলতি নভেম্বর মাসেই সাংবাদিক সুরক্ষা আইন পাস হবে বলে জানিয়েছেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ও বিচারপতি এ কে এম আব্দুল হাকিম। তিনি বলেন, সাংবাদিকদের দীর্ঘদিনের প্রত্যাশিত এই আইন বাস্তবায়নের প্রায় শেষ ধাপে রয়েছে এবং সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করে এখন এটি অনুমোদনের অপেক্ষায়। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে নারায়ণগঞ্জ সার্কিট হাউসের কনফারেন্স রুমে বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত ‘গণমাধ্যমের অপসাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান। বিচারপতি আব্দুল হাকিম বলেন, সাংবাদিক সুরক্ষা আইন কার্যকর হলে সাংবাদিকরা শারীরিক ও পেশাগতভাবে একটি সুনির্দিষ্ট সুরক্ষা কাঠামোর আওতায় আসবেন। প্রায় ১৯টি ধাপ অতিক্রম করে আইনটি এখন অনুমোদনের অপেক্ষায় রয়েছে। আশা করি, এ মাসেই এটি পাস হবে।

বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ১৯:১০

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ড. আলী রীয়াজ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ড. আলী রীয়াজ

জাতীয় ঐকমত্য কমিশনের সাবেক সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজকে উপদেষ্টার পদমর্যাদায় বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দিয়েছেন প্রধান উপদেষ্টা। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা আজ ২৮ কার্তিক ১৪৩২ / ১৩ নভেম্বর ২০২৫ তারিখে অধ্যাপক আলী রীয়াজকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দিয়েছেন।

বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ১৮:৫৮