শনিবার, ১৫ নভেম্বর ২০২৫

|৩০ কার্তিক ১৪৩২

সদ্য সংবাদ অনলাইন

প্রকাশিত: ২২:৩৬, ১৪ নভেম্বর ২০২৫

টিসিবির স্বল্পমূল্যে পণ্য বিক্রি শুরু

টিসিবির স্বল্পমূল্যে পণ্য বিক্রি শুরু

রাজধানী ছাড়া দেশের কয়েকটি জেলায় আগামীকাল ১৫ নভেম্বর থেকে স্বল্পমূল্যে পণ্য বিক্রি শুরু করতে যাচ্ছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। শুক্রবার ছাড়া পরবর্তী ১৪ দিন এ কার্যক্রম চলবে।

শুক্রবার (১৪ নভেম্বর) টিসিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চট্টগ্রাম, সিলেট, রংপুর, নারায়ণগঞ্জ, মৌলভীবাজার, লক্ষ্মীপুর, নরসিংদী, কুষ্টিয়া, ভোলা ও জামালপুরসহ বিভিন্ন জেলায় টিসিবির পণ্যবাহী ট্রাক মোতায়েন করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ফ্যামিলি কার্ড না থাকলেও সবাই পণ্য কেনার সুযোগ পাবেন। একজন ক্রেতা সর্বোচ্চ দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি মশুর ডাল ও এক কেজি চিনি কিনতে পারবেন।

পণ্যের নির্ধারিত দাম নির্ধারণ করা হয়েছে- প্রতি লিটার সয়াবিন তেল ১১৫ টাকা, প্রতি কেজি চিনি ৮০ টাকা এবং প্রতি কেজি মশুর ডাল ৭০ টাকা।

টিসিবি জানিয়েছে, প্রতিদিন ৬১টি ট্রাকে এসব পণ্য বিক্রি করা হবে এবং প্রতিটি ট্রাক থেকে ৫০০ ভোক্তার জন্য পণ্য বরাদ্দ থাকবে।

সম্পর্কিত বিষয়: