টিসিবির স্বল্পমূল্যে পণ্য বিক্রি শুরু
রাজধানী ছাড়া দেশের কয়েকটি জেলায় আগামীকাল ১৫ নভেম্বর থেকে স্বল্পমূল্যে পণ্য বিক্রি শুরু করতে যাচ্ছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। শুক্রবার ছাড়া পরবর্তী ১৪ দিন এ কার্যক্রম চলবে। শুক্রবার (১৪ নভেম্বর) টিসিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চট্টগ্রাম, সিলেট, রংপুর, নারায়ণগঞ্জ, মৌলভীবাজার, লক্ষ্মীপুর, নরসিংদী, কুষ্টিয়া, ভোলা ও জামালপুরসহ বিভিন্ন জেলায় টিসিবির পণ্যবাহী ট্রাক মোতায়েন করা হবে।