চট্টগ্রামে ব্যবসায়ীর গোডাউন থেকে টিসিবির ১০২০ লিটার সয়াবিন জব্দ

চট্টগ্রামের ফটিকছড়ির নানুপুর বাজারের একটি দোকান থেকে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) বিপুল পরিমাণ সয়াবিন তেল জব্দ করেছে প্রশাসন। উদ্ধার করা তেলের পরিমাণ ১০২০ লিটার। এ সময় দোকান মালিক মোহাম্মদ ইকবালকে আটক করা হয়েছে।
সোমবার (২৫ আগস্ট) সকালে এই অভিযান পরিচালনা করেন ফটিকছড়ির ইউএনও মোজাম্মেল হক চৌধুরী।
ইউএনও মোজাম্মেল হক চৌধুরী বলেন, ‘সকাল ৭টায় গিয়ে নানুপুর বাজারের ভেতর মেসার্স কামাল স্টোরের একটি গুদামে টিসিবির সয়াবিন তেল থাকার বিষয়টি নিশ্চিত হই। পরে গুদামের তালা ভেঙে ১ হাজার ২০ লিটার সয়াবিন তেল উদ্ধার করি।
‘এসব তেল টিসিবির গ্রাহকদের কাছে বিক্রির জন্য। খোলা বাজারে এগুলো বিক্রয় নিষিদ্ধ। প্রাথমিকভাবে মোহাম্মদ ইকবাল স্বীকার করেছেন, চাক্তাই এলাকা থেকে তারা এসব তেল সংগ্রহ করেছেন। সেখানকার একজন নাজিরহাটের এক ব্যবসায়ীকে দেয়। তার কাছ থেকে তারা এসব তেল পেয়েছে।’
জব্দ করা তেল এবং আটক মোহাম্মদ ইকবালকে ফটিকছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে।