স্মার্ট ফ্যামিলি কার্ডধারীর পাশাপাশি চালু হয়েছে টিসিবির ট্রাক সেল কার্যক্রম

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) জানিয়েছে, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সাশ্রয়ী মূল্যে ট্রাকে পণ্য বিক্রি শুরু করতে যাচ্ছে। এ কার্যক্রমে স্মার্ট ফ্যামিলি কার্ডধারীর পাশাপাশি লাইনে দাঁড়িয়ে ট্রাক থেকে এসব পণ্য কিনতে পারবেন কার্ড নেই এমন ক্রেতারা। আজ শনিবার (৯ আগস্ট) টিসিবির দেয়া এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।
আগামী ১০ আগস্ট থেকে সাপ্তাহিক ছুটি ব্যতীত রাজধানী ঢাকায় ৬০টি ট্রাকের মাধ্যমে টিসিবি পণ্য বিক্রি কার্যক্রম চলমান থাকবে। ঢাকা মহানগরীতে এই কার্যক্রম ১৩ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।
এছাড়াও চট্টগ্রাম মহানগরীতে ২৫ টি, গাজীপুর মহানগরীতে ৬ টি, কুমিল্লা মহানগরীতে ৩ টি ট্রাক এবং ঢাকা জেলায় ৮টি, কুমিল্লা জেলায় ১২ টি, ফরিদপুর জেলায় ৪টি, পটুয়াখালী জেলায় ৫টি ও বাগেরহাট জেলায় ৫টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে আগামী ১০ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত ডিলারদের মাধ্যমে ন্যায্য মূল্যে টিসিবি’র পণ্য বিক্রি কার্যক্রম চলমান থাকবে।
এ সময় প্রতিটি ট্রাক থেকে ৫০০ জন ক্রেতা জন প্রতি ১ কেজি চিনি, ২ কেজি মসুর ডাল, ২ লিটার ভোজ্য তেল ন্যায্য মূল্যে ক্রয় করতে পারবে। টিসিবির সূত্র জানা গেছে, প্রতি কেজি চিনির দাম ৮০ টাকা, মসুর ডাল ৭০ টাকা ও ভোজ্য তেল প্রতি লিটার ১১৫ টাকা দরে বিক্রয় মূল্য নির্ধারণ করে দেয়া হয়েছে।