শেয়ারবাজারে পাঁচ ইসলামী ব্যাংকের লেনদেন স্থগিত
একীভূতকরণের প্রক্রিয়ায় থাকা পাঁচটি ইসলামী ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) এক নোটিশে এ সিদ্ধান্ত জানানো হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ব্যাংকগুলোর শেয়ার লেনদেন বন্ধ থাকবে।
লেনদেন স্থগিত করা ব্যাংকগুলো হলো: ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোস্যাল ইসলামী ব্যাংক (এসআইবিএল), এক্সিম ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক।
লেনদেন বন্ধের কারণ হিসেবে ডিএসই জানিয়েছে, ‘ব্যাংক রেজোলিউশন অধ্যাদেশ, ২০২৫’-এর ধারা ১৫ অনুযায়ী ৫ নভেম্বর থেকে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে অকার্যকর (non-operational) ঘোষণা করা হয়েছে।
এর আগে, বাংলাদেশ ব্যাংক থেকে পাঠানো এক চিঠিতে জানানো হয়, এই ব্যাংকগুলো এখন থেকে ব্যাংক রেজোলিউশন অধ্যাদেশ, ২০২৫ অনুসারে পরিচালিত হবে।
একই সঙ্গে কেন্দ্রীয় ব্যাংক আরেকটি নির্দেশে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদও ভেঙে দিয়েছে।
বিশ্লেষকদের মতে, ব্যাংকগুলোর একীভূত প্রক্রিয়া এবং কেন্দ্রীয় ব্যাংকের নতুন সিদ্ধান্তের প্রভাব শেয়ারবাজারে তাৎক্ষণিকভাবে পড়েছে। বিনিয়োগকারীরা এখন বাংলাদেশ ব্যাংক ও ডিএসইর পরবর্তী ঘোষণার দিকে তাকিয়ে আছেন।
সদ্য সংবাদ/এমটি



























