শনিবার, ১৫ নভেম্বর ২০২৫

|৩০ কার্তিক ১৪৩২

অর্থনীতি

অর্থনীতি

ডিআইইউ-তে অর্থনীতিতে রিয়েল এস্টেট খাতের অবদান নিয়ে সেমিনার

ডিআইইউ-তে অর্থনীতিতে রিয়েল এস্টেট খাতের অবদান নিয়ে সেমিনার

বাংলাদেশের অর্থনীতিতে রিয়েল এস্টেট খাতের গুরুত্বপূর্ণ ভূমিকা ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে “বাংলাদেশের অর্থনীতিতে রিয়েল এস্টেট খাতের অবদান শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় রিহ্যাবের রিয়েল এস্টেট রিসার্চ স্ট্যান্ডিং কমিটির উদ্যোগে আয়োজিত এই সেমিনারটি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির গ্রিন গার্ডেনে অনুষ্ঠিত হয়। রিহ্যাব পরিচালক ও রিয়েল এস্টেট রিসার্চ স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ড. মো: হারুন অর রশিদের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন রিয়েল এস্টেট এ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) প্রেসিডেন্ট মো. ওয়াহিদ্দুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মাসুম ইকবাল।

পোশাক রপ্তানিতে মার্কিন শুল্কের প্রভাব নিয়ে বিজিএমইএর সাথে আইএমএফের বৈঠক

পোশাক রপ্তানিতে মার্কিন শুল্কের প্রভাব নিয়ে বিজিএমইএর সাথে আইএমএফের বৈঠক

বাংলাদেশের প্রধান রপ্তানি খাত পোশাক শিল্পে মার্কিন শুল্কনীতির সম্ভাব্য প্রভাব ও ভবিষ্যৎ ঝুঁকি বিশ্লেষণ করতে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) নেতাদের সঙ্গে বৈঠক করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। বুধবার (৫ নভেম্বর) উত্তরায় বিজিএমইএ দপ্তরে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে আইএমএফ দলের নেতৃত্ব দেন সংস্থাটির জ্যেষ্ঠ অর্থনীতিবিদ কিয়াও চেন। তাঁর সঙ্গে ছিলেন রুইফেং ঝাং ও আয়া সাইদ। অপরদিকে বিজিএমইএর পক্ষে উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি ইনামুল হক খান, সহসভাপতি মো. রেজোয়ান সেলিম, সহসভাপতি ভিদিয়া অমৃত খান ও পরিচালক নাফিস-উদ-দৌলা।

তিন মাস ধরে কমছে রপ্তানি প্রবৃদ্ধি, অক্টোবরে কমেছে ৭.৪৩ শতাংশ

তিন মাস ধরে কমছে রপ্তানি প্রবৃদ্ধি, অক্টোবরে কমেছে ৭.৪৩ শতাংশ

দেশে সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে শ্লথগতির মধ্যেও কিছুটা স্বস্তি ছিল রপ্তানি আয় ও রেমিট্যান্সে। কিন্তু চলতি অর্থবছরের চার মাস পর রপ্তানি খাতের সাফল্য ফিকে হয়ে এসেছে। টানা তিন মাস ধরে রপ্তানি আয় কমছে। বিশেষ করে অক্টোবরে দেশের রপ্তানি আয়ে ৭ দশমিক ৪৩ শতাংশ পতন ঘটেছে। রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) থেকে গতকাল প্রকাশিত হালনাগাদ তথ্য বলছে, চলতি ২০২৫-২৬ অর্থবছরের অক্টোবরে দেশ থেকে ৩৮২ কোটি ৩৯ লাখ ডলারের পণ্য রপ্তানি হয়েছে। যেখানে ২০২৪-২৫ অর্থবছরের একই মাসে ৪১৩ কোটি ৮ লাখ ডলারের পণ্য রপ্তানি হয়েছিল। সে হিসাবে গত মাসে আগের অর্থবছরের একই সময়ের তুলনায় রপ্তানি কমেছে ৭ দশমিক ৪৩ শতাংশ। এর আগে সেপ্টেম্বর ও আগস্টেও রপ্তানি কমেছে।

এফবিসিসিআইয়ের নতুন প্রশাসক আবদুর রহিম খান

এফবিসিসিআইয়ের নতুন প্রশাসক আবদুর রহিম খান

দেশের শীর্ষ বাণিজ্য সংগঠন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) নতুন প্রশাসক হিসেব দায়িত্ব গ্রহণ করেছেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আবদুর রহিম খান। রোববার (২ নভেম্বর) তিনি আনুষ্ঠানিকভাবে সংগঠনটির প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেন। বাণিজ্য মন্ত্রণালয়ের জারি করা অফিস আদেশে ট্রেড অর্গানাইজেশন অ্যাক্ট, ২০২২–এর ধারা ১৭ এর অধীনে তাঁকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আদেশ অনুযায়ী, তিনি ১২০ দিনের মধ্যে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করে নির্বাচিত বোর্ডের কাছে দায়িত্ব হস্তান্তর করবেন।