শনিবার, ১৫ নভেম্বর ২০২৫

|৩০ কার্তিক ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:২০, ১৪ নভেম্বর ২০২৫

আপডেট: ১৯:৩৪, ১৪ নভেম্বর ২০২৫

আয়নাঘরের বিষয়ে জানতেন না শেখ হাসিনা!

আয়নাঘরের বিষয়ে জানতেন না শেখ হাসিনা!
ছবি: সংগৃহীত

দেশের আলোচিত গোপন বন্দিশালা ‘আয়নাঘরে’ চলা নির্যাতনের বিষয়ে কিছুই জানতেন না বলে দায় অস্বীকার করেছেন ক্ষমতাচ্যুত পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিবিসিকে ই-মেইলে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এ দাবি করেন।

শুক্রবার (১৪ নভেম্বর) সকালে ব্রিটিশ গণমাধ্যমটির প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, হাসিনার পতনের পর রাজধানীসহ বিভিন্ন স্থানে কয়েকটি 'গোপন বন্দিশালা' বা আয়নাঘরের সন্ধান মেলে। বছরের পর বছর সেখানে বেআইনিভাবে বহু মানুষকে আটকে রেখে নির্যাতন, এমনকি হত্যা করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। রাজনৈতিক প্রতিপক্ষ, সমালোচক ও ভিন্নমতের মানুষদের টার্গেট করে এসব বন্দিশালায় নির্যাতন চালানো হতো বলে জানিয়েছে বিভিন্ন মানবাধিকার সংগঠন।

এ ধরনের ভয়াবহ অভিযোগ সম্পর্কে প্রশ্ন করা হলে শেখ হাসিনা দাবি করেন, তিনি এসব বিষয়ে অবগত ছিলেন না। মানবাধিকার লঙ্ঘন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়ে দীর্ঘদিন ধরে যে অভিযোগ ওঠে, সেসবও অস্বীকার করেন তিনি। 

শেখ হাসিনা জানান, ব্যক্তিগতভাবে এসবের সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা নেই। যদি কোনো কর্মকর্তা এমন অপরাধে জড়িত থাকেন, তাহলে তা নিরপেক্ষ ও রাজনৈতিক প্রভাবমুক্তভাবে তদন্তের আহ্বান জানান তিনি।

বিবিসি আরও জানায়, গুম, নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘন নিয়ে বর্তমানে ট্রাইব্যুনালে যে মামলাগুলো চলছে, সেগুলো নিয়েও হাসিনাকে প্রশ্ন করা হয়। তবে সেসব অভিযোগকেও ভিত্তিহীন বলে দাবি করেন সাবেক এই প্রধানমন্ত্রী।

সদ্য সংবাদ/এমটি