শনিবার, ১৫ নভেম্বর ২০২৫

|৩০ কার্তিক ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:১৪, ১৩ নভেম্বর ২০২৫

একই দিনে নির্বাচন ও গণভোটের বিষয়ে যা বললেন সিইসি

একই দিনে নির্বাচন ও গণভোটের বিষয়ে যা বললেন সিইসি
ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে একই দিনে সংসদ নির্বাচন ও জুলাই সনদ নিয়ে গণভোট অনুষ্ঠিত হওয়ার ঘোষণার বিষয়টি নিয়ে নির্বাচন কমিশন (ইসি) এখনই কোনো মন্তব্য করতে রাজি নয় বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে নির্বাচন কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপ চলাকালে সাংবাদিকরা সিইসির কাছে একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজন কতটা চ্যালেঞ্জিং, সে বিষয়ে জানতে চাইলে এ মন্তব্য করেন সিইসি।  

জবাবে সিইসি বলেন, 'আমি প্রধান উপদেষ্টার বক্তব্য শুনতে পারিনি। আমি তখন মিটিংয়ে ছিলাম। তিনি কী বলেছেন, কোন প্রেক্ষাপটে বলেছেন, বিস্তারিত না জেনে মন্তব্য করা ঠিক হবে না।'

তিনি আরও বলেন, 'বিষয়টি আমরা এখনো আনুষ্ঠানিকভাবে জানিনি। প্রস্তাবটি হাতে পাওয়ার পর কমিশনে আলোচনা করে, প্রয়োজনীয় এক্সারসাইজের পরই আমরা মতামত দিতে পারব। এই মুহূর্তে কোনো মন্তব্য দেওয়া যথাযথ হবে না।'

এর আগে, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, 'জনগণের মতামতের ভিত্তিতেই দেশের ভবিষ্যৎ দিক নির্ধারণ করা হবে। তাই নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজন করা হবে।'

সদ্য সংবাদ/এমটি