ডিসেম্বরের প্রথম ভাগে তফসিল, ফেব্রুয়ারিতেই নির্বাচন: ইসি আনোয়ারুল
জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ডিসেম্বরের প্রথম ভাগে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, আগামী ফেব্রুয়ারিতে রমজানের আগেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। ইসি আনোয়ারুল ইসলাম বলেন, ‘আমরা ইতোমধ্যে নির্বাচনের কর্মপরিকল্পনা প্রকাশ করেছি। পিআর পদ্ধতি সম্পূর্ণ রাজনৈতিক বিষয়। এ বিষয়ে কী সিদ্ধান্ত আসে, সেটির অপেক্ষায় রয়েছে নির্বাচন কমিশন। আর গণভোট নির্বাচনের আগে না পরে হবে সেটি এখনও কমিশনের নজরে আসেনি।’ তিনি আরও জানান, গণভোট আয়োজনের বিষয়ে সরকার কী প্রস্তুতি নিচ্ছে, সে বিষয়ে কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত এখনও নির্বাচন কমিশনের কাছে পৌঁছায়নি।