শনিবার, ১৫ নভেম্বর ২০২৫

|৩০ কার্তিক ১৪৩২

নির্বাচন কমিশন

নির্বাচন কমিশন

অতীতের সংস্কৃতি থেকে বের হয়ে গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে হবে: ইসি আনোয়ারুল

অতীতের সংস্কৃতি থেকে বের হয়ে গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে হবে: ইসি আনোয়ারুল

অতীতের অস্বচ্ছতা ও প্রশ্নবিদ্ধ নির্বাচনের সংস্কৃতি থেকে বের হয়ে জাতিকে গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে হবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। তিনি আরো বলেন, আর অতীতের কলঙ্ক মুছতে সুষ্ঠু, অবাধ ও ভালো নির্বাচনের বিকল্প নেই। সোমবার (১০ নভেম্বর) বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী (বার্ড) কুমিল্লার সম্মেলন কক্ষে নির্বাচন কমিশন সচিবালয় আয়োজিত ‘নির্বাচন প্রক্রিয়ায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনে চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়’ শীর্ষক দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী সেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ত্রয়োদশ সংসদ নির্বাচন: নিবন্ধন পেল ৬৬ পর্যবেক্ষক সংস্থা

ত্রয়োদশ সংসদ নির্বাচন: নিবন্ধন পেল ৬৬ পর্যবেক্ষক সংস্থা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৬৬টি দেশীয় নির্বাচন পর্যবেক্ষক সংস্থাকে চূড়ান্ত নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (৬ নভেম্বর) কমিশনের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন। ইসি সূত্রে জানা গেছে, আরও ১৬টি সংস্থার বিষয়ে দাবি-আপত্তি জানাতে ১৫ কার্যদিবস সময় দিয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এবার নিবন্ধনের জন্য নির্ধারিত সময়সীমার (১০ আগস্ট) মধ্যে ৩১৮টি সংস্থা আবেদন করে। সময়সীমা পার হওয়ার পর আরও ১৩টি আবেদন জমা পড়ে। যাচাই-বাছাই শেষে ৭৩টি সংস্থাকে প্রাথমিকভাবে উপযুক্ত বিবেচনা করে কমিশন। এরপর দাবি-আপত্তি জানাতে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত সময় দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করা হয়।

ডিসেম্বরের প্রথম ভাগে তফসিল, ফেব্রুয়ারিতেই নির্বাচন: ইসি আনোয়ারুল

ডিসেম্বরের প্রথম ভাগে তফসিল, ফেব্রুয়ারিতেই নির্বাচন: ইসি আনোয়ারুল

জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ডিসেম্বরের প্রথম ভাগে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, আগামী ফেব্রুয়ারিতে রমজানের আগেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। ইসি আনোয়ারুল ইসলাম বলেন, ‘আমরা ইতোমধ্যে নির্বাচনের কর্মপরিকল্পনা প্রকাশ করেছি। পিআর পদ্ধতি সম্পূর্ণ রাজনৈতিক বিষয়। এ বিষয়ে কী সিদ্ধান্ত আসে, সেটির অপেক্ষায় রয়েছে নির্বাচন কমিশন। আর গণভোট নির্বাচনের আগে না পরে হবে সেটি এখনও কমিশনের নজরে আসেনি।’ তিনি আরও জানান, গণভোট আয়োজনের বিষয়ে সরকার কী প্রস্তুতি নিচ্ছে, সে বিষয়ে কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত এখনও নির্বাচন কমিশনের কাছে পৌঁছায়নি।