শনিবার, ১৫ নভেম্বর ২০২৫

|৩০ কার্তিক ১৪৩২

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ২১:২৫, ৩১ অক্টোবর ২০২৫

আপডেট: ০০:৪৫, ১ নভেম্বর ২০২৫

ডিসেম্বরের প্রথম ভাগে তফসিল, ফেব্রুয়ারিতেই নির্বাচন: ইসি আনোয়ারুল

ডিসেম্বরের প্রথম ভাগে তফসিল, ফেব্রুয়ারিতেই নির্বাচন: ইসি আনোয়ারুল
ছবি: সংগৃহীত

জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ডিসেম্বরের প্রথম ভাগে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, আগামী ফেব্রুয়ারিতে রমজানের আগেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে পটুয়াখালী সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ইসি আনোয়ারুল ইসলাম বলেন, ‘আমরা ইতোমধ্যে নির্বাচনের কর্মপরিকল্পনা প্রকাশ করেছি। পিআর পদ্ধতি সম্পূর্ণ রাজনৈতিক বিষয়। এ বিষয়ে কী সিদ্ধান্ত আসে, সেটির অপেক্ষায় রয়েছে নির্বাচন কমিশন। আর গণভোট নির্বাচনের আগে না পরে হবে সেটি এখনও কমিশনের নজরে আসেনি।’

তিনি আরও জানান, গণভোট আয়োজনের বিষয়ে সরকার কী প্রস্তুতি নিচ্ছে, সে বিষয়ে কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত এখনও নির্বাচন কমিশনের কাছে পৌঁছায়নি।

প্রবাসী ভোটারদের বিষয়ে আনোয়ারুল ইসলাম বলেন, ‘নভেম্বর থেকে প্রবাসী ভোটারদের নিবন্ধন শুরু করা হবে। পাশাপাশি কারাবন্দী আসামিরাও যাতে ভোট দিতে পারেন, সেই ব্যবস্থাও নেওয়া হয়েছে।’

সভায় আরও উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ, পটুয়াখালী জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।