শনিবার, ১৫ নভেম্বর ২০২৫

|৩০ কার্তিক ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৪৭, ১৩ নভেম্বর ২০২৫

জাতীয় নির্বাচন ও গণভোট একইদিনে: প্রধান উপদেষ্টা

জাতীয় নির্বাচন ও গণভোট একইদিনে: প্রধান উপদেষ্টা
ছবি: সংগৃহীত

বহুল আলোচিত গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন একই দিনে অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ সিদ্ধান্ত জানান তিনি।

ড. ইউনূস বলেন, '২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এবং ওই দিনই জুলাই সনদ নিয়ে গণভোট নেওয়া হবে। গণভোটে চারটি বিষয়ে এক প্রশ্নে ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট দিতে পারবেন জনগণ।'

গত ২৭ অক্টোবর, জাতীয় ঐকমত্য কমিশন জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে অন্তর্বর্তী সরকারের কাছে সুপারিশ জমা দেয়। তবে বিএনপি, জামায়াতসহ কয়েকটি রাজনৈতিক দল সনদের কিছু প্রস্তাব ও ভোটের ধরন নিয়ে আপত্তি জানায়। দলগুলোর মধ্যে ঐক্য না হওয়ায় সরকার শেষ পর্যন্ত নিজ উদ্যোগেই সিদ্ধান্ত নিয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ চূড়ান্ত করা হয়। এরপর এতে সই করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু। পরে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা চূড়ান্ত সিদ্ধান্তগুলো ঘোষণা করেন।

জাতীয় ঐকমত্য কমিশনের দুইটি বিকল্প প্রস্তাবের একটিতে বলা হয়েছে, গণভোটে সংস্কার প্রস্তাব পাস হলে নতুন সংসদ ২৭০ দিনের মধ্যে সংবিধান সংস্কার সম্পন্ন করবে। নির্ধারিত সময়ের মধ্যে তা সম্ভব না হলে প্রস্তাবগুলো স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে যুক্ত হবে।

সদ্য সংবাদ/এমটি