প্রলেপ দেওয়া পরিবর্তন নয়, চাই গভীর থেকে রূপান্তর: প্রধান উপদেষ্টা
নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়ে দেশের কাঠামোগত ও মানসিক সংস্কারের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, “প্রলেপ দেওয়া পরিবর্তন নয়, চাই গভীর থেকে রূপান্তর। না হলে এক স্বৈরাচার যাবে, আরেক স্বৈরাচার আসবে।” মঙ্গলবার (২৯ জুলাই) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতিসংঘের ঢাকা কার্যালয় আয়োজিত ‘জুলাই স্মরণ অনুষ্ঠান’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।