শনিবার, ১৫ নভেম্বর ২০২৫

|৩০ কার্তিক ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৩২, ১৩ নভেম্বর ২০২৫

আপডেট: ১৮:৫৫, ১৩ নভেম্বর ২০২৫

জুলাই সনদের লক্ষ্য থেকে সরে গেছেন প্রধান উপদেষ্টা: বিএনপি

জুলাই সনদের লক্ষ্য থেকে সরে গেছেন প্রধান উপদেষ্টা: বিএনপি
ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টা মূল দলিল থেকে বহু দূরে সরে গেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন,  জাতীয় সনদে তিনি স্বাক্ষর করেছিলেন, আর আজকের ভাষণে সেটি লঙ্ঘন করেছেন। তবে জুলাই সনদ কীভাবে তা লঙ্ঘন হয়েছে, তার ব্যাখ্যা দেননি এই বিএনপি নেতা।

 

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫’ অনুমোদন দিয়েছে। দুপুরে রাষ্ট্রপতির কাছে পাঠানোর আগে আদেশের সারসংক্ষেপে স্বাক্ষর করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

তবে, এ সিদ্ধান্তের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপি। দলটির জানিয়েছে, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি ‘আদেশ জারি’ করতে পারেন না। তিনি কেবল অধ্যাদেশ জারি করতে পারেন।

এর আগে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে। ফেব্রুয়ারির প্রথমার্ধেি ভোট আয়োজনের কথা জানান তিনি।

রাষ্ট্রপতির স্বাক্ষরিত আদেশে উল্লেখ করা হয়েছে, গণভোটে ভোটারদের চারটি বড় প্রস্তাবে মতামত জানাতে বলা হবে- তত্ত্বাবধায়ক সরকার গঠন, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, সাংবিধানিক প্রতিষ্ঠান সংস্কার ও মৌলিক অধিকার সম্প্রসারণ। এগুলো ছাড়াও আরো ৩০টি সংস্কারের বিষয়ে সিদ্ধান্ত নিবে নির্বাচিত সরকার।

এদিকে, বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যা ৭টায় গুলশানে বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক আয়োজিত হবে।

সদ্য সংবাদ/এমটি