শনিবার, ১৫ নভেম্বর ২০২৫

|৩০ কার্তিক ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:০১, ১৫ নভেম্বর ২০২৫

ক্ষমতায় এলে পদ্মা–তিস্তা চুক্তিই হবে বিএনপির শীর্ষ অগ্রাধিকার: মির্জা ফখরুল

ক্ষমতায় এলে পদ্মা–তিস্তা চুক্তিই হবে বিএনপির শীর্ষ অগ্রাধিকার: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত

বিএনপি ক্ষমতায় গেলে ফারাক্কা ও তিস্তার পানিবণ্টন চুক্তির ইস্যুকে বিএনপি শীর্ষ অগ্রাধিকার দিবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, যে সরকারই আসুক না কেন, জনগণকে সঙ্গে নিয়ে দেশের স্বার্থ রক্ষায় চাপ সৃষ্টি করাই মূল দায়িত্ব।

শনিবার (১৫ নভেম্বর) সকালে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীর ওপর নির্মিত রাবার ড্যাম পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, 'বিএনপি যদি জনগণের ভোটে দায়িত্ব পায়, তাহলে নিঃসন্দেহে ফারাক্কা ও তিস্তা—এই দুই ইস্যুকেই আমরা টপ প্রাইোরিটি দেব। পানির ন্যায্য হিস্যা, সীমান্তে হত্যার ঘটনা বন্ধ এবং প্রতিবেশী দেশের অযৌক্তিক চাপ মোকাবিলায় কঠোর অবস্থান নেওয়া হবে।'

ফখরুল বলেন, 'দেশে একটি নির্বাচিত সরকার না থাকলে আন্তর্জাতিক পরিসরে দর কষাকষির শক্তি পাওয়া যায় না। তার দাবি, আওয়ামী লীগ সরকার জোর করে ক্ষমতা দখল করায় জাতীয় স্বার্থের প্রশ্নে কার্যকর আলোচনা সম্ভব হয়নি।'

মির্জা ফখরুল অভিযোগ করেন, প্রতিবেশী ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকা সত্ত্বেও নরেন্দ্র মোদি সরকার বাংলাদেশের ওপর নানা ধরনের চাপ সৃষ্টি করেছে। 

তিনি বলেন, '৭১–এ তারা আমাদের সহযোগিতা করেছে, এটা ঠিক। কিন্তু এখন তারা সব সুবিধা নিচ্ছে, বিনিময়ে আমাদের কিছুই দিচ্ছে না।'

এর আগে, ‘বাঁচাও পদ্মা, বাঁচাও দেশ; সবার আগে বাংলাদেশ’ স্লোগানে নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে বিকেলে বিএনপির গণসমাবেশের আয়োজন করা হয়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে মির্জা ফখরুলের।

সদ্য সংবাদ/এমটি