শনিবার, ১৫ নভেম্বর ২০২৫

|৩০ কার্তিক ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:৫৯, ৬ নভেম্বর ২০২৫

আপডেট: ১১:৫৯, ৬ নভেম্বর ২০২৫

এনএসডিএ-র কার্যনির্বাহী কমিটির ১৪তম সভা অনুষ্ঠিত

এনএসডিএ-র কার্যনির্বাহী কমিটির ১৪তম সভা অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টার মুখ্য সচিব ও এনএসডিএ কার্যনির্বাহী কমিটির সভাপতি এম সিরাজ উদ্দিন মিয়ার সভাপতিত্বে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ)-এর কার্যনির্বাহী কমিটির ১৪তম সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (৫ নভেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় জাতীয় পর্যায়ে দক্ষতা উন্নয়ন কার্যক্রমের কৌশলগত দিকনির্দেশনা, প্রশিক্ষণ ব্যবস্থার অর্থায়ন, সনদায়নের মানোন্নয়ন, আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন এবং বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে নীতিগত আলোচনা হয়।

সভায় এনএসডিএ’র নির্বাহী চেয়ারম্যান (সচিব) ও কার্যনির্বাহী কমিটির সদস্যসচিব ড. নাজনীন কাউসার চৌধুরী কর্তৃপক্ষের চলমান কার্যক্রম, বাস্তবায়ন অগ্রগতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা উপস্থাপন করেন।

এ সময় কমিটির সদস্যরা দক্ষতা প্রশিক্ষণে দ্বৈততা নিরসন, শিল্প দক্ষতা পরিষদ (আইএসসি)-এর প্রতিনিধি নির্বাচন, কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন কার্যক্রমে সম্পৃক্তকরণসহ বিভিন্ন বিষয়ে গঠনমূলক মতামত দেন।

সভায় বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, অধিদপ্তর ও সংস্থা প্রধানগণ উপস্থিত ছিলেন।

সদ্য সংবাদ/এমটি