রোববার, ২৬ অক্টোবর ২০২৫

|৯ কার্তিক ১৪৩২

শীর্ষ সংবাদ:

জুলাই সনদের আলোকে রাষ্ট্র সংস্কারে সরকার অঙ্গীকারবদ্ধ: উপদেষ্টা আদিলুর
‘নির্বাচনকে সামনে রেখে তত্ত্বাবধায়কের আদলে দেশ পরিচালনা করতে হবে’
অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরি করতে চাই: মির্জা ফখরুল
জুলাই সনদ বাস্তবায়নের খসড়া দেখেই সই করবে এনসিপি
হযরত শাহজালালের আগুন তদন্ত চার দেশের বিশেষজ্ঞদের আমন্ত্রণ
ঝালকাঠিতে বাইকের পেছনে বাসের ধাক্কা, বিএনপি নেতার মৃত্যু
‘মাদক ছুতো’য় ভেনেজুয়েলা ঘিরে ফেলেছে আমেরিকা, অভিযোগ মাদুরোর
নির্বাচন ঘিরে ইসিকে আইনশৃঙ্খলা বাহিনীর ৩৪ প্রস্তাব
সাগরে নিম্নচাপ, পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে, নাম হবে মন্থা
‘প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত হওয়া জরুরি’
মধ্যরাতে উঠে যাচ্ছে ইলিশ ধরার নিষেধাজ্ঞা, প্রস্তুত জেলেরা
ডেঙ্গু শনাক্ত ৬৪ হাজার ছাড়ালো

মো. নাজমুল হোসেন (রাঙামাটি প্রতিনিধি)

প্রকাশিত: ১০:৩৯, ৯ অক্টোবর ২০২৫

রাঙামাটি জেনারেল হাসপাতালে বিভাগীয় পরিচালকের আকস্মিক পরিদর্শন

রাঙামাটি জেনারেল হাসপাতালে বিভাগীয় পরিচালকের আকস্মিক পরিদর্শন
ছবি: সদ্য সংবাদ

রাঙামাটি জেনারেল হাসপাতালে আকস্মিক পরিদর্শন করেছেন চট্টগ্রাম বিভাগের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সেখ ফজলে রাব্বি।

মঙ্গলবার (৮ অক্টোবর ২০২৫) রাত আনুমানিক ৮টার দিকে তিনি হাসপাতালে উপস্থিত হয়ে বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।

পরিদর্শনকালে বিভাগীয় পরিচালককে ফুলেল শুভেচ্ছা ও স্বাগত জানান রাঙামাটি সিভিল সার্জন ও হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নূয়েন খীসা এবং আবাসিক চিকিৎসক ডা. শওকত আকবর খান। এ সময় হাসপাতালের অন্যান্য চিকিৎসক ও কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

ডা. সেখ ফজলে রাব্বি জরুরি বিভাগ, ইনডোর ও আউটডোর সেবা কার্যক্রম, ওষুধ সরবরাহ, রোগীসেবা এবং হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা পরিদর্শন করেন। তিনি রোগীদের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসা সেবার মান সম্পর্কে তাদের মতামত শোনেন।

পরিদর্শন শেষে বিভাগীয় পরিচালক হাসপাতালের সামগ্রিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং আরও উন্নত স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের দায়িত্ববোধ ও আন্তরিকতা নিয়ে কাজ করার আহ্বান জানান।

তিনি বলেন, 'রোগীদের প্রতি মানবিক আচরণ ও সময়মতো সেবা প্রদানই একটি হাসপাতালের মূল পরিচয়। সরকারি চিকিৎসা সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সবাইকে আরও সচেতন ও সক্রিয় হতে হবে।'

রাঙামাটি জেনারেল হাসপাতালে বিভাগীয় পরিচালকের এই আকস্মিক পরিদর্শনকে জেলার স্বাস্থ্যসেবার মানোন্নয়নে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন চিকিৎসক সমাজ ও সেবা সংশ্লিষ্টরা।

সর্বশেষ