ফের নির্বাচনী লড়াইয়ের ইঙ্গিত কমালা হ্যারিসের
আগামী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ফের প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত দিয়েছেন ডেমোক্র্যাটিক পার্টির কমালা হ্যারিস। গত বছর রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছিলেন যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট।
শনিবার (২৫ অক্টোবর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে কমালা বলেন, “আমি এখনো শেষ হয়ে যাইনি।”
তিনি আরও আশা প্রকাশ করেন যে নিজে কিংবা অন্য কোনো নারী একদিন মার্কিন প্রেসিডেন্ট হবেন।
আগামী ২০২৮ সালের নির্বাচনে যুক্তরাষ্ট্রে আবারও প্রেসিডেন্ট পদে ভোট হবে। যদিও রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই মনে করছেন, ওই নির্বাচনে কমালার প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা খুবই কম।
সাক্ষাৎকারে ট্রাম্পকে ‘স্বৈরাচার’ আখ্যা দিয়ে কমালা বলেন, “নির্বাচনের আগে ট্রাম্পকে নিয়ে আমি যা বলেছিলাম, এখন তা প্রমাণিত হচ্ছে।”
গত নির্বাচনে মূলত ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী হওয়ার কথা ছিল জো বাইডেনের, কিন্তু দলের অভ্যন্তরীণ চাপের মুখে শেষ মুহূর্তে তিনি সরে দাঁড়ান। এরপর প্রার্থী করা হয় কমালা হ্যারিসকে। দলের ভেতর অনেকে মনে করেন, বাইডেনের দেরিতে সরে দাঁড়ানোয় নির্বাচনে জয়ের সম্ভাবনা কমে যায়।
এছাড়া নির্বাচনী প্রচারণায় কমালা অর্থনীতি ও জনগণের প্রধান ইস্যুগুলোতে পরিষ্কার বার্তা দিতে ব্যর্থ হয়েছিলেন বলেও সমালোচনা রয়েছে।
ভবিষ্যতে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে প্রশ্ন করলে কমালা বলেন, “আমি এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেইনি। তবে রাজনীতিতে আমার ভবিষ্যত শেষ হয়ে যায়নি। আমি শেষ হয়ে যাইনি। আমি সারাজীবন মানুষকে সেবা দিয়েছি — এটি আমার অঙ্গের অংশ।”
তিনি আরও যোগ করেন, “ট্রাম্প বলেছিলেন, বিচার বিভাগকে অস্ত্র হিসেবে ব্যবহার করবেন। তিনি ঠিক তাই করেছেন।”
সূত্র: বিবিসি



























