রোববার, ২৬ অক্টোবর ২০২৫

|৯ কার্তিক ১৪৩২

শীর্ষ সংবাদ:

জুলাই সনদের আলোকে রাষ্ট্র সংস্কারে সরকার অঙ্গীকারবদ্ধ: উপদেষ্টা আদিলুর
‘নির্বাচনকে সামনে রেখে তত্ত্বাবধায়কের আদলে দেশ পরিচালনা করতে হবে’
অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরি করতে চাই: মির্জা ফখরুল
জুলাই সনদ বাস্তবায়নের খসড়া দেখেই সই করবে এনসিপি
হযরত শাহজালালের আগুন তদন্ত চার দেশের বিশেষজ্ঞদের আমন্ত্রণ
ঝালকাঠিতে বাইকের পেছনে বাসের ধাক্কা, বিএনপি নেতার মৃত্যু
‘মাদক ছুতো’য় ভেনেজুয়েলা ঘিরে ফেলেছে আমেরিকা, অভিযোগ মাদুরোর
নির্বাচন ঘিরে ইসিকে আইনশৃঙ্খলা বাহিনীর ৩৪ প্রস্তাব
সাগরে নিম্নচাপ, পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে, নাম হবে মন্থা
‘প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত হওয়া জরুরি’
মধ্যরাতে উঠে যাচ্ছে ইলিশ ধরার নিষেধাজ্ঞা, প্রস্তুত জেলেরা
ডেঙ্গু শনাক্ত ৬৪ হাজার ছাড়ালো

সদ্য সংবাদ অনলাইন

প্রকাশিত: ০০:৩২, ২৬ অক্টোবর ২০২৫

পতিতাবৃত্তির সমর্থক জোহরান মামদানি, অভিযোগ অ্যান্ড্রু কুমোর

পতিতাবৃত্তির সমর্থক জোহরান মামদানি, অভিযোগ অ্যান্ড্রু কুমোর
ছবি: সংগৃহীত

নিউইয়র্কের সাবেক গভর্নর ও মেয়রপ্রার্থীর পদপ্রার্থী অ্যান্ড্রু এম. কুমো তার প্রতিদ্বন্দ্বী জোহরান মামদানির বিরুদ্ধে অভিযোগ করেছেন, মামদানি দীর্ঘদিন ধরে পতিতাবৃত্তিকে আইনগত স্বীকৃতি দেওয়ার পক্ষে সচেষ্ট এটিকে তিনি অত্যন্ত ঝুঁকিপূর্ণ উদ্যোগ হিসেবে অভিহিত করেন। শুক্রবার এক বিবৃতিতে কুমো এসব কথা বলেন।

কুমো বলেন, এই ধরনের আইন পাশ হলে সমাজের সবচেয়ে ঝুঁকিপূর্ণ মানুষরা আরও বেশি শোষণের শিকার হবে এবং মানবপাচারকারী, গ্যাং ও সংগঠিত অপরাধচক্র আরও শক্তিশালী হবে। তিনি জানান, গভর্নর হিসেবে তিনি এ ধরনের আইনকে প্রতিরোধে বর্ষব্যাপী লড়াই করে এসেছেন।

শহরের নির্দিষ্ট কিছু এলাকায় বিশেষ করে কুইন্সের ‘মার্কেট অব সুইটহার্টস’-র মতো জায়গাগুলোতে বর্তমানে পতিতাবৃত্তি ও জঙ্গলি অপরাধ নিয়ন্ত্রণে বড় চ্যালেঞ্জ রয়েছে বলে কুমো অভিমত প্রকাশ করেন। যদি আইনটি পাশ হয়, তাহলে শহরের প্রতিটি অংশে পুনরায় পতিতাবৃত্তি ছড়িয়ে পড়তে পারে এবং এটি জননিরাপত্তার জন্য বড় হুমকি নির্দেশ করেন তিনি।

কুমো আরও অভিযোগ করেন, মামদানি পুলিশের অর্থায়ন কমানোর সমর্থক ছিলেন এবং এমন নীতির পক্ষে অবস্থান নিয়েছেন যেখানে পুলিশকে গৃহস্থালীর সহিংসতায় হস্তক্ষেপ থেকে বিরত রাখার ব্যবস্থা ঘটতে পারে যা তাঁর মতে জননিরাপত্তার জন্য ক্ষতিকর। তিনি বলেন, মামদানির সম্পর্ক ডেমোক্র্যাটিক সোশ্যালিস্টস অব আমেরিকার মতো সংগঠনের নীতির সঙ্গে সঙ্গতিপূর্ণ।

শেষে কুমো জোর দিয়ে বলেন, পতিতাবৃত্তির সমস্যার মুখোমুখি মানুষদের সাহায্য ও সুরক্ষা বাড়ানোই উপযুক্ত উপায়; তাদের ওপর আইনগতভাবে নিয়ন্ত্রণের শিথিলতা নয়। নিউইয়র্ককে মানবপাচার ও শোষণের বিরুদ্ধে দৃঢ় আচরণে নেতৃত্ব দিতে হবে—পথ সহজ করে দেয়া নয়।

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ