রাখাইনে গোলাগুলি, এপারে গুলিবিদ্ধ নারী
বাংলাদেশ সীমান্তের ওপারে মিয়ানমারের রাখাইন রাজ্যে তীব্র গোলাগুলির ঘটনা ঘটেছে। এর প্রভাব পড়েছে কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং সীমান্তেও। শনিবার (২৫ অক্টোবর) বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সময়জুড়ে সীমান্তবর্তী এলাকাবাসী গোলাগুলির শব্দ শুনেছেন।
এসময় সীমান্তের তেচ্ছি ব্রিজ এলাকার এক বসতবাড়িতে বিপথগামী গুলি এসে পড়লে সেনোয়ারা বেগম নামে এক নারী গুলিবিদ্ধ হন। তিনি হোয়াইক্যং লম্বা বিল এলাকার আখতার হোসেনের স্ত্রী।
স্থানীয়দের ধারণা, রাখাইনে আরাকান আর্মির সঙ্গে রোহিঙ্গা সশস্ত্র সংগঠন আরসা বা আরএসও’র মধ্যে সংঘর্ষ হয়েছে।
হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আহমদ আনোয়ারী বলেন, “মিয়ানমারের ভেতরে গোলাগুলির ঘটনায় আমার এলাকার এক নারী গুলিবিদ্ধ হয়েছেন। বর্তমানে তাকে পরিবারের পক্ষ থেকে চিকিৎসা দেওয়া হচ্ছে। স্থানীয়রা কিছুটা আতঙ্কে রয়েছেন।”
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন জানান, “হোয়াইক্যংয়ে একজন নারী গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়েছি। বিষয়টি ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।”
এদিকে সীমান্তে নতুন করে সংঘর্ষের এই ঘটনা স্থানীয়দের মধ্যে আতঙ্কের পাশাপাশি উদ্বেগও সৃষ্টি করেছে, যাতে গোলাগুলির প্রভাব বাংলাদেশ সীমান্তের ভেতর পর্যন্ত না ছড়িয়ে পড়ে।



























