রোববার, ২৬ অক্টোবর ২০২৫

|৯ কার্তিক ১৪৩২

শীর্ষ সংবাদ:

জুলাই সনদের আলোকে রাষ্ট্র সংস্কারে সরকার অঙ্গীকারবদ্ধ: উপদেষ্টা আদিলুর
‘নির্বাচনকে সামনে রেখে তত্ত্বাবধায়কের আদলে দেশ পরিচালনা করতে হবে’
অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরি করতে চাই: মির্জা ফখরুল
জুলাই সনদ বাস্তবায়নের খসড়া দেখেই সই করবে এনসিপি
হযরত শাহজালালের আগুন তদন্ত চার দেশের বিশেষজ্ঞদের আমন্ত্রণ
ঝালকাঠিতে বাইকের পেছনে বাসের ধাক্কা, বিএনপি নেতার মৃত্যু
‘মাদক ছুতো’য় ভেনেজুয়েলা ঘিরে ফেলেছে আমেরিকা, অভিযোগ মাদুরোর
নির্বাচন ঘিরে ইসিকে আইনশৃঙ্খলা বাহিনীর ৩৪ প্রস্তাব
সাগরে নিম্নচাপ, পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে, নাম হবে মন্থা
‘প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত হওয়া জরুরি’
মধ্যরাতে উঠে যাচ্ছে ইলিশ ধরার নিষেধাজ্ঞা, প্রস্তুত জেলেরা
ডেঙ্গু শনাক্ত ৬৪ হাজার ছাড়ালো

সদ্য সংবাদ অনলাইন

প্রকাশিত: ০২:৩৪, ২৬ অক্টোবর ২০২৫

নাটোরে গুদামে ১৩ টন গুলির খোসা, এলাকায় তুলকালাম কাণ্ড!

নাটোরে গুদামে ১৩ টন গুলির খোসা, এলাকায় তুলকালাম কাণ্ড!
ছবি: সংগৃহীত

নাটোরের বড়াইগ্রামে একটি গুদাম থেকে প্রায় সাড়ে ১৩ টন এমপি কার্তুজের খোসা (গুলির খালি খোল) উদ্ধার করা হয়েছে। খবরটি ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়।

শুক্রবার রাতে উপজেলার আহম্মেদপুর বাজারে আবুল বাশারের মালিকানাধীন ‘শিহাব এক্সপোর্ট অ্যান্ড ইমপোর্ট এজেন্সি’–র গুদামে ট্রাক থেকে মালামাল নামানোর সময় শ্রমিকেরা গুলির খোসা দেখতে পান। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা শনিবার পুলিশে খবর দেন।

খবর পেয়ে পুলিশ সুপার তারিকুল ইসলাম, সেনাবাহিনীর সদস্য ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

তদন্ত শেষে পুলিশ জানায়, এসব এমপি কার্তুজ বৈধভাবে কেনা হয়েছে এবং কারখানায় পুনর্ব্যবহারের জন্য আনা হয়েছে।

গুদামের মালিক আবুল বাশার শিহাব বলেন, "গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাসের এমপি কার্তুজগুলো নিলামে কিনেছিল ‘মা-বাবা কনস্ট্রাকশন’। পরে আমি তাদের কাছ থেকে কিনি এবং শুক্রবার রাতে ট্রাকে করে এনে গুদামজাত করি।”

এ বিষয়ে নাটোরের এসপি তারিকুল ইসলাম বলেন, “শিহাব এক্সপোর্ট অ্যান্ড ইমপোর্ট এজেন্সির মালিক বৈধ কাগজপত্র দেখিয়েছেন। এমপি কার্তুজগুলো রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট থেকে নিয়ম মেনে বিক্রি করা হয়েছে। এতে কোনো আইনি জটিলতা নেই।”

তবে ঘটনাটি জানাজানি হওয়ার পরও এলাকাবাসীর মধ্যে কৌতূহল রয়ে গেছে, এমন বিপুল পরিমাণ গুলির খোসা স্থানীয়ভাবে ঠিক কী কাজে ব্যবহার হবে তা নিয়ে।

সর্বশেষ