স্বামীর সহযোগিতায় নারী শ্রমিককে তিন দিন ধরে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৫
কুমিল্লার চৌদ্দগ্রামে এক নারী শ্রমিককে স্বামীর সহযোগিতায় তিন দিন যাবত আটকে রেখে ধর্ষণের ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেফতার করেছে। ঘটনা ঘটেছে উপজেলার কালিকাপুর ইউনিয়নের মিরশানী ইসলামিয়া ইটভাটায়।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ জানান, ভুক্তভোগী নারী ২০২৩ সালে রাজুর সঙ্গে বিবাহিত। কয়েকদিন পরে তিনি জানতে পারেন রাজু নেশাগ্রস্ত। পারিবারিক কলহের পর ১৫ অক্টোবর স্বামী রাজু স্ত্রীকে কুমিল্লায় নিয়ে আসে এবং মিরশানী ইসলামিয়া ইটভাটায় শ্রমিক হিসাবে বসবাস করায়।
পরবর্তী কয়েক দিনে অভিযুক্তরা, বেলাল হোসেন, আবুল কাশেম, হৃদয়, মহিন উদ্দিন ও স্বামী রাজু—নারীকে ঘরে আটকে জোরপূর্বক ধর্ষণ করে। লাজের ভয়ে নারী ঘটনাটি কাউকে জানাতে পারেনি।
ভুক্তভোগী নারী শুক্রবার রাতে থানায় মামলা করেন। শনিবার পুলিশ ইটভাটায় অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করে। নারীকে ফরেনসিক পরীক্ষার জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তরা আদালতের মাধ্যমে কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে।



























