গোমতীর পানি বাড়ছে, কুমিল্লায় বন্যার শঙ্কা
টানা ভারি বর্ষণ ও উজান থেকে আসা পাহাড়ি ঢলে দ্রুত বাড়ছে কুমিল্লার গোমতী নদীর পানি। এতে জেলায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। বুধবার (৯ জুলাই) বিকেল সোয়া ৩টার দিকে গোমতীর পানি ৮ দশমিক ৫৬ সেন্টিমিটার উচ্চতায় প্রবাহিত হতে দেখা গেছে, যা বিপৎসীমার মাত্র ৩ মিটার নিচে। উল্লেখ্য, গোমতী নদীর বিপৎসীমা ধরা হয় ১১ দশমিক ৩ সেন্টিমিটার।